পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
হাঙরের আঁশের নাম হল—
উত্তর: প্ল্যকয়েড।
প্রশ্ন:২
জলজ ‘রেশম’ কোন্ উদ্ভিদের সাধারণ নাম ?
উত্তর: স্পাইরোগাইরা।
প্রশ্ন:৩
ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে—
উত্তর: কিউলেক্স মশা।
প্রশ্ন:৪
সোরাস কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য ?
উত্তর: ড্রায়পটেরিস।
প্রশ্ন:৫
ক্যাট ফিশ নামে পরিচিত ?
উত্তর: শিঙি মাছ।
প্রশ্ন:৬
কোন্ ধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ?—
উত্তর: কাঁচা।
প্রশ্ন:৭
মানবশিশুর অস্থায়ী দাঁতের সংখ্যা—
উত্তর: 20।
প্রশ্ন:৮
সবচেয়ে ভারী অধাতু কোনটি?
উত্তর: আয়োডিন।
প্রশ্ন:৯
একটি ব্যক্তবীজী উদ্ভিদ হল—
উত্তর: পাইনাস।
প্রশ্ন:১০
রুই মাছের আঁশের নাম হল—
উত্তর: সাইক্লয়েড।
Comments
Post a Comment