পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
IARI–এর পুরো নাম কি?
উত্তর: Indian Agricultural Research Institute।
প্রশ্ন:২
MAB এর পুরো নাম কি ?
উত্তর: ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার।
প্রশ্ন:৩
কোনো একটি প্রজাতির বহন ক্ষমতা নির্ধারিত হয়—
উত্তর: সম্পদের সীমাবদ্ধতার দ্বারা।
প্রশ্ন:৪
সবচেয়ে নিম্ন উৎপাদন ক্ষমতা যুক্ত বাস্তু হল—
উত্তর: মরভূমি।
প্রশ্ন:৫
ওজোন স্তর কোন্ অঞ্চলে সীমাবদ্ধ ?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।
প্রশ্ন:৬
পরিবেশ প্রণালির বৃহত্তম এককটি হল—
উত্তর: বায়োম।
প্রশ্ন:৭
International Biodiversity Day হিসাবে পালিত হয়—
উত্তর: ২২ মে।
প্রশ্ন:৮
ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হল—
উত্তর: সিকিম।
প্রশ্ন:৯
পৃথিবীর বৃহত্তম ন্যাশানাল পার্ক—
উত্তর: ইয়োলোস্টোন ন্যাশানাল পার্ক।
প্রশ্ন:১০
তাজমহলের ক্ষয় প্রাপ্ত এর জন্য দায়ী কোন্ গ্যাস ?
উত্তর: SO₂।
Comments
Post a Comment