পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
লোহার বিশুদ্ধতম রূপ কোনটি ?
উত্তর:
পেটা লোহা (Wrought iron)।
প্রশ্ন:২
ইলোরা মন্দির কোন্ রাজবংশ তৈরি করেছিল ?
উত্তর:
রাষ্ট্রকূট।
প্রশ্ন:৩
মানবদেহের বৃহত্তম অন্তক্ষরা গ্রন্থির নাম কি ?
উত্তর:
থাইরয়েড গ্রন্থি।
প্রশ্ন:৪
ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়—
উত্তর:
1959।
প্রশ্ন:৫
লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?
উত্তর:
নাইট্রাস অক্সাইড।
প্রশ্ন:৬
সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর:
গৌতমীপুত্র সাতকর্ণী।
প্রশ্ন:৭
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত ?
উত্তর:
46 টি।
প্রশ্ন:৮
ইলেকট্রিক বাল্ব কোন্ গ্যাসে পূর্ণ থাকে ?
উত্তর:
আর্গন গ্যাসে।
প্রশ্ন:৯
ভারতর্ষের কোন্ কোন্ রাজ্যগুলি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ?
উত্তর:
মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ।
প্রশ্ন:১০
ভারতের কোন্ রাজ্যের দীর্ঘতম উপকূলভূমি রয়েছে ?
উত্তর:
গুজরাট।
Comments
Post a Comment