পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
একটি গৌন বায়ুদূষক হল—
উত্তর: PAN।
প্রশ্ন:২
সমুদ্রের জলে কোন্ ধরনের লবন সর্বাধিক থাকে ?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড।
প্রশ্ন:৩
সমুদ্রে এককোশী প্রাণীর জন্ম হয়েছিল প্রায়—
উত্তর: ৩৫০ কোটি বছর আগে।
প্রশ্ন:৪
বীজতন্তু বলা হয় কাকে ?
উত্তর: কার্পাসকে।
প্রশ্ন:৫
ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন একটি যৌগের নাম লেখো।
উত্তর: ক্লোরোবেঞ্জিন।
প্রশ্ন:৬
কার প্রধান উপাদান নাইট্রোজেন ?
উত্তর: প্রোটিন।
প্রশ্ন:৭
মানুষের পূর্বসুরি ছিল—
উত্তর: অস্ট্রোলোপিথিকাস।
প্রশ্ন:৮
উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কী বলে ?
উত্তর: জীবমণ্ডল।
প্রশ্ন:৯
ব্যাসল্ট শিলা থেকে সাধারনত কোন্ মাটি সৃষ্টি হয় ?
উত্তর: এঁটেল।
প্রশ্ন:১০
ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেনু থেকে হতে পারে—
উত্তর: অ্যালার্জি ও হাঁপানি।
Comments
Post a Comment