পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
লোথাল কোথায় অবস্থিত—
উত্তর: গুজরাট।
প্রশ্ন:২
কোনটি প্রাথমিক বর্ন নয়—
উত্তর: কমলা।
প্রশ্ন:৩
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন্ তারিখে ?
উত্তর: ৮ ই মার্চ।
প্রশ্ন:৪
২০১১ সালে পশ্চিমবঙ্গে চালু পাটকলের সংখ্যা ছিল—
উত্তর: ৫৪ টি।
প্রশ্ন:৫
স্নেহ পদার্থের ক্যালোরির মূল্য কত—
উত্তর: ৯.৩।
প্রশ্ন:৬
দ্বিসংকর জননের ফলাফল উল্লেখ করো।
উত্তর: ৯:৩:৩:১।
প্রশ্ন:৭
ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি—
উত্তর: ঋগবেদ।
প্রশ্ন:৮
জেনারেল গিয়াপ ছিলেন—
উত্তর: ভিয়েতনামি সেনানায়ক।
প্রশ্ন:৯
অ্যানকোনা কোথায় অবস্থিত—
উত্তর: ইতালি।
প্রশ্ন:১০
দুদুমিয়াঁ কোন্ আন্দোলনের নেতা ছিলেন—
উত্তর: ফরাজী।
Comments
Post a Comment