পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বক্সাইট থেকে কী উৎপন্ন হয় ?
উত্তর: অ্যালুমিনিয়াম।
প্রশ্ন:২
"পথের পাঁচালী" কার লেখা?
উত্তর: বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:৩
কোন্ মিশ্রনকে অম্লরাজ বলা হয় ?
উত্তর: একভাগ HNO₃ এর সাথে তিনভাগ HCl এর মিশ্রণ।
প্রশ্ন:৪
পর্যায় সারণীর অন্তর্গত কোন্ পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল ?
উত্তর: দ্বিতীয়।
প্রশ্ন:৫
প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন ?
উত্তর: লিবিগ।
প্রশ্ন:৬
দুধ কোন্ ধরনের দ্রবণ ?
উত্তর: কলয়ডিয় দ্রবণ।
প্রশ্ন:৭
কোন্ গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় ?
উত্তর: কার্বন মনোক্সাইড।
প্রশ্ন:৮
ধাতুকল্পের মধ্যে কোন্ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?
উত্তর: ধাতু ও অধাতুর।
প্রশ্ন:৯
টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত ?
উত্তর: ২।
প্রশ্ন:১০
ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয় ?
উত্তর: ফেনল।
Comments
Post a Comment