পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পিওরস উৎপন্ন হয়—
উত্তর: যকৃতে।
প্রশ্ন:২
প্লাষ্টিড থাকেনা কোনটিতে ?
উত্তর: প্রাণীকোষে।
প্রশ্ন:৩
কোন্ গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ?
উত্তর: CO₂।
প্রশ্ন:৪
ডগ ফিশ নামে পরিচিত ?
উত্তর: হাঙ্গর মাছ।
প্রশ্ন:৫
ইষ্ট কোন্ কিংডোমের অন্তর্গত ?
উত্তর: ফানজাই।
প্রশ্ন:৬
একটি এককোষী জীবের নাম লেখো।
উত্তর: ব্যাকটেরিয়া।
প্রশ্ন:৭
সবচেয়ে নরম ধাতু কোনটি ?
উত্তর: প্লাটিনাম।
প্রশ্ন:৮
জীবন বিজ্ঞানের কোন্ শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
উত্তর: এন্টমোলজি।
প্রশ্ন:৯
রক্তকণিকার জন্ম কোথায় ?
উত্তর: অস্থিমজ্জায়।
প্রশ্ন:১০
শৈবাল ও ছত্রাককে একত্রে বলে—
উত্তর: থ্যালোফাইটা।
Comments
Post a Comment