বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বাতাসে স্বাভাবিক পরিমাণে O2 উপস্থিত থাকলেও কার্বন মনােক্সাইডের উপস্থিতিতে মানুষের শ্বাসকষ্ট হয় কারণ—
(a) হিমােগ্লোবিন O2-এর তুলনায় অনেক বেশি পরিমাণে কার্বন মনােক্সাইডের সঙ্গে সংযুক্ত হয়
(b) কার্বন মনােক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়
(c) কার্বন মনােক্সাইড ইন্টারকস্টাল পেশি ও মধ্যচ্ছদার ক্ষতি করে
(d) ফুসফুসীয় স্নায়ুসমূহ কার্বন মনােক্সাইড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি মিউকাস পর্দার সঙ্গে যুক্ত এবং পরিস্রাবন ও নিষ্কাশনে সাহায্য করে ?
(a) সিলিয়া
(b) ভিল্লি
(c) অ্যালভিওলাই
(d) ব্রংকি
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি স্বরনালিকার ওপরের দিকে অবস্থান করে ?
(a) ট্রাকিয়া
(b) ফ্যারিংক্স
(c) ল্যারিংক্স
(d) ব্রংকি
উত্তর: A
প্রশ্ন:৪
কোনটি সাইনুভিয়াল পর্দা যা ফুসফুসকে উদর প্রাচীরের সঙ্গে ঘর্ষণের থেকে রক্ষা করে ?
(a) প্লুরা
(b) মেসেনটেরি
(c) অ্যালভিওলাই বিভাজক পর্দা
(d) ট্রাকিয়াল বিভাজক
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ গ্যাসটি হিমােগ্লোবিনের সঙ্গে সবচেয়ে সুস্থিত যৌগ গঠন করে এরিথ্রোসাইটের মতাে ?
(a) O2
(b) কার্বন মনােক্সাইড
(c) নাইট্রোজেন
(d) CO2
উত্তর: B
প্রশ্ন:৬
কোনটি ফুসফুসে গ্যাসের ব্যাপনে অংশগ্রহণকারী একগুচ্ছ ক্ষুদ্র প্রকোষ্ঠ ?
(a) পুরা (ফুসফুসীয় আবরণী)
(b) অ্যালভিওলার থলি
(c) ব্রংকিওলস্
(d) লােব বা লতিকা
উত্তর: B
প্রশ্ন:৭
জীবজগতে জারণ শক্তি নিম্নরূপে উৎপন্ন হয়—
(a) গ্লুকোজ
(b) ADP
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) ATP
উত্তর: D
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ রক্তবাহ কম অক্সিজেনপূর্ণ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে বয়ে নিয়ে যায় ?
(a) ফুসফুসীয় শিরা
(b) ফুসফুসীয় ধমনি
(c) ক্যারােটিড ধমনি
(d) অ্যাওর্টা
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি তরুণাস্থিযুক্ত গঠন ল্যারিংক্সের সঙ্গে যুক্ত হয় এবং গলাধঃকরণের সময় তা বন্ধ হয়ে যায় ?
(a) ট্রাকিয়া
(b) এপিগ্লটিস
(c) ক্রিকয়েড তরুণাস্থি
(d) থাইরয়েড তরুণাস্থি
উত্তর: B
প্রশ্ন:১০
ট্রাকিয়াল বিভাজকের সন্নিকটে ট্রাকিয়া থেকে সৃষ্ট দুটি বড়াে বায়ুপ্রবাহে সাহায্যকারী শাখা হল—
(a) অ্যালভিওলাই
(b) ব্রংকি
(c) মেটাভেনিউলস
(d) ব্রংকিওলস
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৮[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ১০[NEXT]
✶✶✶

Comments
Post a Comment