রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বাতাসে স্বাভাবিক পরিমাণে O2 উপস্থিত থাকলেও কার্বন মনােক্সাইডের উপস্থিতিতে মানুষের শ্বাসকষ্ট হয় কারণ—
(a) হিমােগ্লোবিন O2-এর তুলনায় অনেক বেশি পরিমাণে কার্বন মনােক্সাইডের সঙ্গে সংযুক্ত হয়
(b) কার্বন মনােক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়
(c) কার্বন মনােক্সাইড ইন্টারকস্টাল পেশি ও মধ্যচ্ছদার ক্ষতি করে
(d) ফুসফুসীয় স্নায়ুসমূহ কার্বন মনােক্সাইড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি মিউকাস পর্দার সঙ্গে যুক্ত এবং পরিস্রাবন ও নিষ্কাশনে সাহায্য করে ?
(a) সিলিয়া
(b) ভিল্লি
(c) অ্যালভিওলাই
(d) ব্রংকি
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি স্বরনালিকার ওপরের দিকে অবস্থান করে ?
(a) ট্রাকিয়া
(b) ফ্যারিংক্স
(c) ল্যারিংক্স
(d) ব্রংকি
উত্তর: A
প্রশ্ন:৪
কোনটি সাইনুভিয়াল পর্দা যা ফুসফুসকে উদর প্রাচীরের সঙ্গে ঘর্ষণের থেকে রক্ষা করে ?
(a) প্লুরা
(b) মেসেনটেরি
(c) অ্যালভিওলাই বিভাজক পর্দা
(d) ট্রাকিয়াল বিভাজক
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ গ্যাসটি হিমােগ্লোবিনের সঙ্গে সবচেয়ে সুস্থিত যৌগ গঠন করে এরিথ্রোসাইটের মতাে ?
(a) O2
(b) কার্বন মনােক্সাইড
(c) নাইট্রোজেন
(d) CO2
উত্তর: B
প্রশ্ন:৬
কোনটি ফুসফুসে গ্যাসের ব্যাপনে অংশগ্রহণকারী একগুচ্ছ ক্ষুদ্র প্রকোষ্ঠ ?
(a) পুরা (ফুসফুসীয় আবরণী)
(b) অ্যালভিওলার থলি
(c) ব্রংকিওলস্
(d) লােব বা লতিকা
উত্তর: B
প্রশ্ন:৭
জীবজগতে জারণ শক্তি নিম্নরূপে উৎপন্ন হয়—
(a) গ্লুকোজ
(b) ADP
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) ATP
উত্তর: D
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ রক্তবাহ কম অক্সিজেনপূর্ণ রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে বয়ে নিয়ে যায় ?
(a) ফুসফুসীয় শিরা
(b) ফুসফুসীয় ধমনি
(c) ক্যারােটিড ধমনি
(d) অ্যাওর্টা
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি তরুণাস্থিযুক্ত গঠন ল্যারিংক্সের সঙ্গে যুক্ত হয় এবং গলাধঃকরণের সময় তা বন্ধ হয়ে যায় ?
(a) ট্রাকিয়া
(b) এপিগ্লটিস
(c) ক্রিকয়েড তরুণাস্থি
(d) থাইরয়েড তরুণাস্থি
উত্তর: B
প্রশ্ন:১০
ট্রাকিয়াল বিভাজকের সন্নিকটে ট্রাকিয়া থেকে সৃষ্ট দুটি বড়াে বায়ুপ্রবাহে সাহায্যকারী শাখা হল—
(a) অ্যালভিওলাই
(b) ব্রংকি
(c) মেটাভেনিউলস
(d) ব্রংকিওলস
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৮[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ১০[NEXT]
✶✶✶

Comments
Post a Comment