নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
গ্লোমেরুলাসগুলি বৃক্কের যে অংশে সীমাবদ্ধ থাকে, সেটি হল—
(a) কর্টেক্স
(b) পেলভিস
(c) মেডালা
(d) পিরামিড
উত্তর: A
প্রশ্ন:২
কোন্ রক্তবাহটি বৃক্ক থেকে দূরে রক্ত নিয়ে যায় ?
(a) বৃক্কীয় শিরা
(b) বৃক্কীয় পাের্টাল শিরা
(c) অন্তর্মুখী ধমনিকা
(d) বহির্মুখী ধমনিকা
উত্তর: D
প্রশ্ন:৩
রেচন প্রক্রিয়ায় অপসারিত হয়—
(a) ক্ষতিকারক ও অপ্রয়ােজনীয় বস্তুসমূহ
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) অতিরিক্ত জল
(d) বিপাকীয় বর্জ্যপদার্থসমূহ
উত্তর: D
প্রশ্ন:৪
পােডােসাইট হল একপ্রকার কোশ যা থাকে—
(a) হেনলির লুপের প্রাচীরে
(b) ব্যোওম্যানের ক্যাপসুলের প্রাচীরে
(c) নেফ্রনের গ্রীবা অংশে
(d) গ্লোমেরুলার রক্তজালকের প্রাচীরে
উত্তর: B
প্রশ্ন:৫
কোনটি রেচন অঙ্গ নয় ?
(a) বৃক্ক
(b) ত্বক
(c) হৃৎপিণ্ড
(d) যকৃৎ
উত্তর: C
প্রশ্ন:৬
বৃক্কের মূল কার্যগত একক হল—
(a) নেফ্রিডিয়াম
(b) নেফ্রন
(c) হেনলির লুপ
(d) পিরামিড
উত্তর: B
প্রশ্ন:৭
যখন বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হয় তখন তাকে বলে—
(a) হিমাচুরিয়া
(b) ক্রিয়েটিনিন
(c) অ্যানুরিয়া
(d) কিটোনিউরিয়া
উত্তর: C
প্রশ্ন:৮
ইউরিকোটেলিক প্রাণী হল সেইসব প্রাণী যাদের প্রধান নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থটি—
(a) ইউরিক অ্যাসিড
(b) ইউরিয়া
(c) অ্যামাইনাে অ্যাসিড
(d) অ্যামােনিয়া
উত্তর: A
প্রশ্ন:৯
বৃক্কের প্রধান কাজ হল—
(a) পছন্দমাফিক পুনঃশোষণ
(b) পরাপরিস্রাবণ
(c) নিষ্ক্রিয় শােষণ
(d) b এবং c উভয়ই
উত্তর: B
প্রশ্ন:১০
স্তন্যপায়ী প্রাণীর বৃক্কের বৃক্কীয় পিরামিড দেখা যায়—
(a) পেলভিসে
(b) মেডালাতে
(c) কর্টেক্সে
(d) হাইলামে
উত্তর: B
Comments
Post a Comment