দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কবজির কোন্ অস্থিটি সবথেকে বেশি ভঙ্গুর ?
উত্তর:
স্ক্যাফয়েড (scaphoid)।
প্রশ্ন:২
আলনার কোন্ অংশটিকে কনুই বলে ?
উত্তর:
অলিক্রেনন (olecranon)।
প্রশ্ন:৩
কোনগুলি সত্য পঞ্জরাস্থি, মিথ্যা পঞ্জরাস্থি এবং ভাসমান পঞ্জরাস্থি ?
উত্তর:
সত্য পঞ্জরাস্থি (জোড়া 1-7),
মিথ্যা পঞ্জরাস্থি (জোড়া 8-12) এবং
প্রশ্ন:৪
মহিলা ও পুরুষদের পেলভিক ব্রিম (Pelvic brim)-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
মহিলাদের ক্ষেত্রে এটি বেশি বড়াে ও ডিম্বাকার। পুরুষদের দেহে এটির আকার হৃৎপিন্ডের মতাে।
প্রশ্ন:৫
পেকটোরাল (স্কন্ধ) গার্ডল গঠনকারী অস্থিসমূহের নাম লেখাে।
উত্তর:
ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা।
প্রশ্ন:৬
পায়ের কোন্ অস্থিটি দেহের ওজন বহন করে ?
উত্তর:
টিবিয়া (Tibia)।
প্রশ্ন:৭
কীভাবে পঞ্জরাস্থি গ্রীবাদেশীয় কশেরুকার সঙ্গে সংযুক্ত থাকে ?
উত্তর:
মস্তকের ফ্যাসেট কশেরুকার দেহের ফ্যাসেটের সঙ্গে যুক্ত থাকে। টিউবারকলের আর্টিকুলার অংশটি কশেরুকার বিপরীত দিকের একটি প্রবর্ধকের ফ্যাসেটের (Facet) সঙ্গে যুক্ত হয়।
প্রশ্ন:৮
অ্যাসিটাবুলাম কোন্ অস্থির সকেট (socket) ?
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৯
নিতম্ব অস্থির কোন্ অংশটি ফিমার ও স্যাক্রাম-এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ফিমার–অ্যাসিটাবুলাম।
স্যাক্রাম–অরিকিউলার তল।
প্রশ্ন:১০
হিউমেরাসে কোন্ অংশটি কনুই-এর রেডিয়াস ও আলনার সঙ্গে সুবিন্যস্ত থাকে ?
উত্তর:
রেডিয়াস–ক্যাপিচুলাম (capitulum) এবং রেডিয়াল ফসা (radial fossa)।
আলনা–ট্রকলিয়া (trochlea), কোরােনয়েড ফসা (coronoid fossa) এবং অলিক্রেনন ফসা (olecranon fossa)।

Comments
Post a Comment