নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কবজির কোন্ অস্থিটি সবথেকে বেশি ভঙ্গুর ?
উত্তর:
স্ক্যাফয়েড (scaphoid)।
প্রশ্ন:২
আলনার কোন্ অংশটিকে কনুই বলে ?
উত্তর:
অলিক্রেনন (olecranon)।
প্রশ্ন:৩
কোনগুলি সত্য পঞ্জরাস্থি, মিথ্যা পঞ্জরাস্থি এবং ভাসমান পঞ্জরাস্থি ?
উত্তর:
সত্য পঞ্জরাস্থি (জোড়া 1-7),
মিথ্যা পঞ্জরাস্থি (জোড়া 8-12) এবং
প্রশ্ন:৪
মহিলা ও পুরুষদের পেলভিক ব্রিম (Pelvic brim)-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
মহিলাদের ক্ষেত্রে এটি বেশি বড়াে ও ডিম্বাকার। পুরুষদের দেহে এটির আকার হৃৎপিন্ডের মতাে।
প্রশ্ন:৫
পেকটোরাল (স্কন্ধ) গার্ডল গঠনকারী অস্থিসমূহের নাম লেখাে।
উত্তর:
ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা।
প্রশ্ন:৬
পায়ের কোন্ অস্থিটি দেহের ওজন বহন করে ?
উত্তর:
টিবিয়া (Tibia)।
প্রশ্ন:৭
কীভাবে পঞ্জরাস্থি গ্রীবাদেশীয় কশেরুকার সঙ্গে সংযুক্ত থাকে ?
উত্তর:
মস্তকের ফ্যাসেট কশেরুকার দেহের ফ্যাসেটের সঙ্গে যুক্ত থাকে। টিউবারকলের আর্টিকুলার অংশটি কশেরুকার বিপরীত দিকের একটি প্রবর্ধকের ফ্যাসেটের (Facet) সঙ্গে যুক্ত হয়।
প্রশ্ন:৮
অ্যাসিটাবুলাম কোন্ অস্থির সকেট (socket) ?
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৯
নিতম্ব অস্থির কোন্ অংশটি ফিমার ও স্যাক্রাম-এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ফিমার–অ্যাসিটাবুলাম।
স্যাক্রাম–অরিকিউলার তল।
প্রশ্ন:১০
হিউমেরাসে কোন্ অংশটি কনুই-এর রেডিয়াস ও আলনার সঙ্গে সুবিন্যস্ত থাকে ?
উত্তর:
রেডিয়াস–ক্যাপিচুলাম (capitulum) এবং রেডিয়াল ফসা (radial fossa)।
আলনা–ট্রকলিয়া (trochlea), কোরােনয়েড ফসা (coronoid fossa) এবং অলিক্রেনন ফসা (olecranon fossa)।
Comments
Post a Comment