ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কবজির কোন্ অস্থিটি সবথেকে বেশি ভঙ্গুর ?
উত্তর:
স্ক্যাফয়েড (scaphoid)।
প্রশ্ন:২
আলনার কোন্ অংশটিকে কনুই বলে ?
উত্তর:
অলিক্রেনন (olecranon)।
প্রশ্ন:৩
কোনগুলি সত্য পঞ্জরাস্থি, মিথ্যা পঞ্জরাস্থি এবং ভাসমান পঞ্জরাস্থি ?
উত্তর:
সত্য পঞ্জরাস্থি (জোড়া 1-7),
মিথ্যা পঞ্জরাস্থি (জোড়া 8-12) এবং
প্রশ্ন:৪
মহিলা ও পুরুষদের পেলভিক ব্রিম (Pelvic brim)-এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
মহিলাদের ক্ষেত্রে এটি বেশি বড়াে ও ডিম্বাকার। পুরুষদের দেহে এটির আকার হৃৎপিন্ডের মতাে।
প্রশ্ন:৫
পেকটোরাল (স্কন্ধ) গার্ডল গঠনকারী অস্থিসমূহের নাম লেখাে।
উত্তর:
ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা।
প্রশ্ন:৬
পায়ের কোন্ অস্থিটি দেহের ওজন বহন করে ?
উত্তর:
টিবিয়া (Tibia)।
প্রশ্ন:৭
কীভাবে পঞ্জরাস্থি গ্রীবাদেশীয় কশেরুকার সঙ্গে সংযুক্ত থাকে ?
উত্তর:
মস্তকের ফ্যাসেট কশেরুকার দেহের ফ্যাসেটের সঙ্গে যুক্ত থাকে। টিউবারকলের আর্টিকুলার অংশটি কশেরুকার বিপরীত দিকের একটি প্রবর্ধকের ফ্যাসেটের (Facet) সঙ্গে যুক্ত হয়।
প্রশ্ন:৮
অ্যাসিটাবুলাম কোন্ অস্থির সকেট (socket) ?
উত্তর:
ফিমার।
প্রশ্ন:৯
নিতম্ব অস্থির কোন্ অংশটি ফিমার ও স্যাক্রাম-এর সঙ্গে যুক্ত থাকে ?
উত্তর:
ফিমার–অ্যাসিটাবুলাম।
স্যাক্রাম–অরিকিউলার তল।
প্রশ্ন:১০
হিউমেরাসে কোন্ অংশটি কনুই-এর রেডিয়াস ও আলনার সঙ্গে সুবিন্যস্ত থাকে ?
উত্তর:
রেডিয়াস–ক্যাপিচুলাম (capitulum) এবং রেডিয়াল ফসা (radial fossa)।
আলনা–ট্রকলিয়া (trochlea), কোরােনয়েড ফসা (coronoid fossa) এবং অলিক্রেনন ফসা (olecranon fossa)।

Comments
Post a Comment