দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
হাঁটু এবং কনুইতে অবস্থানকারী সচল অস্থিসন্ধির নাম লেখাে।
উত্তর:
হিঞ্জ অস্থিসন্ধি।
প্রশ্ন:২
মৃত্যুর পরে পেশির কাঠিন্যকে বিজ্ঞানের ভাষায় কী বলে ?
উত্তর:
রাইগর মর্টিস (Rigor mortis)।
প্রশ্ন:৩
প্রকরণগতভাবে দ্রুত বারংবার উদ্দীপনার ফলে পেশির একটানা সংকোচনের অবস্থাকে কী বলে ?
উত্তর:
প্রশ্ন:৪
বিজ্ঞানের ভাষায় পেশির একটি সংকোচনকে কী বলে ?
উত্তর:
পেশির টুইচ (twitch)।
প্রশ্ন:৫
মানুষের কঙ্কাল তন্ত্রে কটি অস্থি উপস্থিত ?
উত্তর:
206 টি।
প্রশ্ন:৬
স্কন্ধের অস্থিসন্ধি কোন্ ধরনের সচল সন্ধি ?
উত্তর:
বল এবং সকেট সন্ধি।
প্রশ্ন:৭
পেশিতন্তুর কোন্ ধর্মটি তাকে গমনে সক্ষম করে ?
উত্তর:
সংকোচন।
প্রশ্ন:৮
দেহের সবচেয়ে দীর্ঘতম ও ক্ষুদ্রতম অস্থির নাম কী ?
উত্তর:
দীর্ঘতম–ফিমার।
ক্ষুদ্রতম–স্টেপিস (কর্ণাস্থি)।
প্রশ্ন:৯
পেশি ও অস্থির সংযােগকারী কলার নাম লেখাে।
উত্তর:
লিগামেন্ট (ligament)।
প্রশ্ন:১০
তন্তুময় এবং তরুণাস্থিময় অস্থিসন্ধির একটি করে উদাহরণ দাও।
উত্তর:
করােটি, কশেরুকার মধ্যবর্তী সন্ধিসমূহ।

Comments
Post a Comment