বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
গুরুত্বপূর্ণ তারিখ
প্রশ্ন ১
জাতীয় প্রতিরক্ষা দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৩ মার্চ
(খ) ১২ জানুয়ারি
(গ) ১৮ মে
(ঘ) ২৬ জানুয়ারি
উত্তরঃ ৩ মার্চ
প্রশ্ন ২
আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৬ জানুয়ারি
(খ) ৮ মার্চ
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ৩ মার্চ
প্রশ্ন ৩
বিশ্ব প্রতিবন্ধী দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৩ মার্চ
(খ) ১৫ মার্চ
(গ) ২২ মার্চ
(ঘ) ২৪ মার্চ
উত্তরঃ ১৫ মার্চ
প্রশ্ন ৪
বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৪ মার্চ
(খ) ৭ এপ্রিল
(গ) ২১ মার্চ
(ঘ) ২৩ এপ্রিল
উত্তরঃ ২১ মার্চ
প্রশ্ন ৫
বিশ্ব জল দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৩ এপ্রিল
(খ) ১ মে
(গ) ২২ মার্চ
(ঘ) ১৩ মে
উত্তরঃ ২২ মার্চ
প্রশ্ন ৬
বিশ্ব আবহাওয়া দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ১৩ মে
(খ) ২৩ মার্চ
(গ) ২৯ মে
(ঘ) ৫ জুন
(খ) ২৩ মার্চ
(গ) ২৯ মে
(ঘ) ৫ জুন
উত্তরঃ ২৩ মার্চ
প্রশ্ন ৭
জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৮ ফেব্রুয়ারি
(খ) ৫ ডিসেম্বর
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ৯ জানুয়ারি
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি
প্রশ্ন ৮
বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৫ জুন
(খ) ২৪ মার্চ
(গ) ২৭ জুন
(ঘ) ১১ জুলাই
(খ) ২৪ মার্চ
(গ) ২৭ জুন
(ঘ) ১১ জুলাই
উত্তরঃ ২৪ মার্চ
প্রশ্ন ৯
জাতীয় নৌ দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ১১ জুলাই
(খ) ১৪ সেপ্টেম্বর
(গ) ২৮ মে
(ঘ) ৫ এপ্রিল
উত্তরঃ ৫ এপ্রিল
প্রশ্ন ১০
বিশ্ব স্বাস্থ্যদিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২১ সেপ্টেম্বর
(খ) ১ অক্টোবর
(গ) ৭ এপ্রিল
(ঘ) ৯ অক্টোবর
উত্তরঃ ৭ এপ্রিল
✸✸✸
⚡গুরুত্বপূর্ণ তারিখ, সেট ২[NEXT]
✸✸✸

Comments
Post a Comment