দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অস্থির মধ্যের গর্ত কে কী বলে ?
(a) প্রবর্ধক
(b) ফসা
(c) ফোরামেন
(d) টিউবারকল
উত্তর: C
প্রশ্ন:২
প্যারাইটাল অস্থি নিম্নলিখিত কোন্ প্রকারের ?
(a) স্বল্প দৈর্ঘ্য
(b) লম্বা
(c) সমান
(d) এলােমেলাে
উত্তর: C
প্রশ্ন:৩
পেশি সংকোচনে প্রয়ােজন—
(a) ক্যালশিয়াম আয়ন
(b) অ্যাকশন পােটেনশিয়ালের উপস্থিতি
(c) ATP
(d) উপরিউক্ত সবকটি
উত্তর: D
প্রশ্ন:৪
সাইনােভিয়াল সন্ধি কিসের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারে বিভক্ত ?
(a) আকার
(b) সাইনােভিয়াল তরলের পরিমাণ
(c) অস্থির সংখ্যা
(d) তরুণাস্থির পরিমাণ
উত্তর: A
প্রশ্ন:৫
দুটি অস্থির প্রান্তসমূহ যুক্ত থাকে কোনটির দ্বারা ?
(a) পেশি
(b) টেনডন
(c) তরুণাস্থি
(d) লিগামেন্ট
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি অস্থিসন্ধিকে নমনীয় করে এবং স্থানচ্যুতি প্রতিরােধ করে ?
(a) আর্টিকুলার তরুণাস্থি
(b) পেশি
(c) সাইনােভিয়াল তরল
(d) লিগামেন্ট
উত্তর: D
প্রশ্ন:৭
দেহের কোন্ অস্থিটি দীর্ঘতম ?
(a) দুটি ফিবিউলা
(b) দুটি ফিমার
(c) দুটি টিবিয়া
(d) দুটি আলনা
উত্তর: B
প্রশ্ন:৮
পঞ্জরাস্থি সুবিন্যস্ত থাকে—
(a) বক্ষদেশীয় কশেরুকায়
(b) স্যাক্রামে
(c) সারভাইক্যাল কশেরুকায়
(d) লাম্বার কশেরুকায়
উত্তর: A
প্রশ্ন:৯
পেশি সংকোচনের জন্য ATP তৈরি হয়—
(a) সবাত শ্বসনে
(b) গ্লাইকোলাইসিসে
(c) ক্রিয়েটিন ফসফেট ভাঙনে
(d) উপরিউক্ত সবকটি
উত্তর: D
প্রশ্ন:১০
সরেখ পেশিকোশে সংকোচনের মূল একক কোনটি ?
(a) মায়ােফাইব্রিল
(b) পেশিতন্তু
(c) সারকোমিয়ার
(d) মায়ােসিন তন্তু
উত্তর: C

Comments
Post a Comment