বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ অস্থিটি দেহের একমাত্র অস্থি যা অন্য অস্থির সঙ্গে যুক্ত থাকে না ?
(a) এথময়েড অস্থি
(b) অ্যাটলাস
(c) হাইঅয়েড অস্থি
(d) ভাসমান অস্থি
উত্তর: C
প্রশ্ন:২
অগ্রবাহু ঊর্ধ্বমুখে সঞ্চালনের সঙ্গে কোন্ পেশি সম্পর্কিত ?
(a) বাইসেপস্
(b) ট্রাইসেপস্
(c) গ্যাসট্রোকনেমিয়াস
(d) গ্লুটিয়াস ম্যাক্সিমাস
উত্তর: A
প্রশ্ন:৩
সরেখ পেশির সংকোচনের ফলে নিম্নলিখিত কোন্ পরিবর্তনটি ঘটে ?
(a) A ব্যান্ড সংকুচিত হয়
(b) I ব্যান্ডের সংকোচন
(c) Z লাইন আরও দূরে সরে যায়
(d) অ্যাকটিন ফিলামেন্ট সংকুচিত হয়
উত্তর: B
প্রশ্ন:৪
দেহের কঠিনতম পেশি হল—
(a) কবজি
(b) থাই
(c) চোয়াল
(d) আঙুল
উত্তর: C
প্রশ্ন:৫
পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিতটি জমা হওয়ার ফলে—
(a) ল্যাকটিক অ্যাসিড
(b) গ্লাইকোজেন
(c) ক্রিয়েটিন ফসফেট
(d) CO2
উত্তর: A
প্রশ্ন:৬
মানবদেহের করােটির অস্থিসমূহের সন্ধিকে বলে—
(a) হিঞ্জ সন্ধি
(b) অচল সন্ধি
(c) তরুণাস্থিসমৃদ্ধ সন্ধি
(d) সাইনােভিয়াল সন্ধি
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটি পেকটোরাল গার্ডল-এর অংশ ?
(a) অ্যাসিটাবুলাম
(b) গ্লিনয়েড গহ্বর
(c) ইলিয়াম
(d) স্টারনাম
উত্তর: B
প্রশ্ন:৮
বাইসেপস্ ও ট্রাইসেপস্ পেশি পাওয়া যায়—
(a) অগ্রবাহু
(b) নিম্ন চোয়াল
(c) জঙ্ঘাস্থি
(d) ভাসমান পঞ্জরাস্থি
উত্তর: A
প্রশ্ন:৯
পেশিতন্তুর ফিলামেন্টে যে প্রােটিন পাওয়া যায় তাকে বলে—
(a) অ্যাকটিন ও মায়ােসিন
(b) মায়ােসিন ও ইলাস্টিন
(c) শুধুমাত্র অ্যাকটিন
(d) মায়েলিন ও টিউবিউলিন
উত্তর: A
প্রশ্ন:১০
অক্সিজেনের অনুপস্থিতিতে মেরুদণ্ডী পেশি—
(a) ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে
(b) CO2 উৎপন্ন করে
(c) কাজ বন্ধ করে দেয়
(d) প্রােটিন ভেঙে যায়
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ১২[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ১৪[NEXT]
✶✶✶

Comments
Post a Comment