দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস দেখা যায়—
(a) অগ্ন্যাশয়ে
(b) যকৃতে
(c) পিটুইটারিতে
(d) প্লিহাতে
উত্তর: A
প্রশ্ন:২
ইনসুলিনের রাসায়নিক গঠন হল—
(a) স্টেরয়েড
(b) প্রোটিন জাতীয় হরমােন
(c) অ্যামাইন হরমােন
(d) ভিটামিন
উত্তর: B
প্রশ্ন:৩
যে গ্রন্থি দ্বারা ইনসুলিন ক্ষরিত হয়, তা হল—
(a) অ্যাড্রিনাল
(b) থাইরয়েড
(c) পিটুইটারি
(d) আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
উত্তর: D
প্রশ্ন:৪
ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করেন—
(a) ব্যানটিং এবং বেস্ট
(b) ল্যামার্ক
(c) ডারউইন
(d) ওয়াটসন এবং ক্রিক
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ হরমােন দেহে প্রবেশ করলে রক্তে ক্যালশিয়ামের পরিমাণ বাড়বে ?
(a) ক্যালসিটোনিন
(b) থাইরক্সিন
(c) প্যারাথরমােন
(d) গ্লুকাগন
উত্তর: C
প্রশ্ন:৬
রক্তে শর্করার মাত্রাকে তৎক্ষণাৎ কমানাে যায়—
(a) ইনসুলিনের ইন্ট্রাভেনাস ইনজেকশন
(b) গ্লুকাগনের ইন্ট্রাভেনাস ইনজেকশন
(c) মুখের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করে
(d) মুখের মাধ্যমে গ্লুকাগন গ্রহণ করে
উত্তর: A
প্রশ্ন:৭
অগ্ন্যাশয় থেকে যে হরমােনগুলি নিঃসৃত হয় তাদের বলে—
(a) ভেসােপ্রেসিন ও অক্সিটোসিন
(b) ইনসুলিন ও গ্লুকাগন
(c) এপিনেফ্রিন ও নর-এপিনেফ্রিন
(d) FSH ও LH
উত্তর: B
প্রশ্ন:৮
প্যারাথরমােনের অভাবে ঘটে—
(a) হাইপারক্যালশিমিয়া
(b) হাইপােক্যালশিমিয়া
(c) গয়টার
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৯
ইনসুলিন হল—
(a) লিপিড
(b) ভিটামিন
(c) হরমোন
(d) উৎসেচক
উত্তর: C
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি ইনসুলিন ক্ষরণ করে ?
(a) অগ্ন্যাশয়ের α-কোশ
(b) অগ্ন্যাশয়ের β-কোশ
(c) খাদ্যনালির শ্লেষ্মা
(d) প্লিহা
উত্তর: B

Comments
Post a Comment