নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস দেখা যায়—
(a) অগ্ন্যাশয়ে
(b) যকৃতে
(c) পিটুইটারিতে
(d) প্লিহাতে
উত্তর: A
প্রশ্ন:২
ইনসুলিনের রাসায়নিক গঠন হল—
(a) স্টেরয়েড
(b) প্রোটিন জাতীয় হরমােন
(c) অ্যামাইন হরমােন
(d) ভিটামিন
উত্তর: B
প্রশ্ন:৩
যে গ্রন্থি দ্বারা ইনসুলিন ক্ষরিত হয়, তা হল—
(a) অ্যাড্রিনাল
(b) থাইরয়েড
(c) পিটুইটারি
(d) আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
উত্তর: D
প্রশ্ন:৪
ইনসুলিনের ক্রিয়া প্রথম প্রদর্শন করেন—
(a) ব্যানটিং এবং বেস্ট
(b) ল্যামার্ক
(c) ডারউইন
(d) ওয়াটসন এবং ক্রিক
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ হরমােন দেহে প্রবেশ করলে রক্তে ক্যালশিয়ামের পরিমাণ বাড়বে ?
(a) ক্যালসিটোনিন
(b) থাইরক্সিন
(c) প্যারাথরমােন
(d) গ্লুকাগন
উত্তর: C
প্রশ্ন:৬
রক্তে শর্করার মাত্রাকে তৎক্ষণাৎ কমানাে যায়—
(a) ইনসুলিনের ইন্ট্রাভেনাস ইনজেকশন
(b) গ্লুকাগনের ইন্ট্রাভেনাস ইনজেকশন
(c) মুখের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করে
(d) মুখের মাধ্যমে গ্লুকাগন গ্রহণ করে
উত্তর: A
প্রশ্ন:৭
অগ্ন্যাশয় থেকে যে হরমােনগুলি নিঃসৃত হয় তাদের বলে—
(a) ভেসােপ্রেসিন ও অক্সিটোসিন
(b) ইনসুলিন ও গ্লুকাগন
(c) এপিনেফ্রিন ও নর-এপিনেফ্রিন
(d) FSH ও LH
উত্তর: B
প্রশ্ন:৮
প্যারাথরমােনের অভাবে ঘটে—
(a) হাইপারক্যালশিমিয়া
(b) হাইপােক্যালশিমিয়া
(c) গয়টার
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৯
ইনসুলিন হল—
(a) লিপিড
(b) ভিটামিন
(c) হরমোন
(d) উৎসেচক
উত্তর: C
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি ইনসুলিন ক্ষরণ করে ?
(a) অগ্ন্যাশয়ের α-কোশ
(b) অগ্ন্যাশয়ের β-কোশ
(c) খাদ্যনালির শ্লেষ্মা
(d) প্লিহা
উত্তর: B
Comments
Post a Comment