দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
গুরুত্বপূর্ণ তারিখ
প্রশ্ন ১
জাতীয় সংহতি দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ১৩ মে
(খ) ১৭ মে
(গ) ২৯ মে
(ঘ) ২৩ মে
উত্তরঃ ১৩ মে
প্রশ্ন ২
আন্তর্জাতিক পরিবার দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৫ জুন
(খ) ২০ জুন
(গ) ১৫ মে
(ঘ) ১১ জুলাই
প্রশ্ন ৩
বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ১১ জুলাই
(খ) ২৩ জুলাই
(গ) ১৭ মে
(ঘ) ৯ আগষ্ট
উত্তরঃ ১৭ মে
প্রশ্ন ৪
কমনওয়েলথ দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৯ আগষ্ট
(খ) ২০ আগষ্ট
(গ) ৫ সেপ্টেম্বর
(ঘ) ২৪ মে
উত্তরঃ ২৪ মে
প্রশ্ন ৫
এভারেষ্ট দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৯ মে
(খ) ১ অক্টোবর
(গ) ৫ অক্টোবর
(ঘ) ৯ অক্টোবর
(খ) ১ অক্টোবর
(গ) ৫ অক্টোবর
(ঘ) ৯ অক্টোবর
উত্তরঃ ২৯ মে
প্রশ্ন ৬
তামাক বিরােধী দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৯ অক্টোবর
(খ) ১৫ অক্টোবর
(গ) ২৪ অক্টোবর
(ঘ) ৩১ মে
উত্তরঃ ৩১ মে
প্রশ্ন ৭
বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ৯ নভেম্বর
(খ) ৫ জুন
(গ) ১৭ নভেম্বর
(ঘ) ১ ডিসেম্বর
উত্তরঃ ৫ জুন
প্রশ্ন ৮
আন্তর্জাতিক রক্তদাতা দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ১ ডিসেম্বর
(খ) ১৪ জুন
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ৯ জানুয়ারি
উত্তরঃ ১৪ জুন
প্রশ্ন ৯
বিশ্ব পিতৃদিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২০ জুন
(খ) ১২ জানুয়ারি
(গ) ২৩ জানুয়ারি
(ঘ) ২৬ জানুয়ারি
উত্তরঃ ২০ জুন
প্রশ্ন ১০
বিশ্ব ড্রাগ ও মাদকবিরােধী দিবস কোন দিন পালন করা হয়?
(ক) ২৬ জানুয়ারি
(খ) ১ ফেব্রুয়ারি
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ২৬ জুন
উত্তরঃ ২৬ জুন

Comments
Post a Comment