মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
রক্তে হিমােগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সমন্বয় নিম্নলিখিত কোনটির ফলে বৃদ্ধি পায় ?
(a) রক্তে অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধি
(b) রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি
(c) রক্তে অক্সিজেনের ঘনত্ব হ্রাস
(d) রক্তে কার্বন মনােক্সাইডের ঘনত্ব বৃদ্ধি
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ রূপে বেশিরভাগ সময় CO2 রক্তে বাহিত হয় ?
(a) হাইড্রোজেন কার্বনেট আয়ন
(b) কার্বনিক অ্যাসিড
(c) কার্বনেট আয়ন
(d) কার্বামিনােহিমােগ্লোবিন
উত্তর: A
প্রশ্ন:৩
প্রাণীর গ্যাস আদানপ্রদানে দেহতলের মধ্য দিয়ে বায়ু বা জলের প্রবাহকে বলে—
(a) বায়ুচলাচল
(b) সক্রিয় শ্বসন
(c) নিষ্ক্রিয় ব্যাপন
(d) কাউন্টার কারেন্ট আদানপ্রদান
উত্তর: A
প্রশ্ন:৪
বায়ুশূন্য স্থানেও মানুষের ট্রাকিয়া বিনষ্ট হয় না নিম্নলিখিতটির উপস্থিতির ফলে—
(a) তরুণাস্থিযুক্ত রিং
(b) কাইটিন নির্মিত রিং
(c) অস্থিময় রিং
(d) স্ফীতি চাপ
উত্তর: A
প্রশ্ন:৫
শ্বাসকার্যের হার স্তন্যপায়ীর মস্তিষ্কের নিম্নলিখিত অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়—
(a) হাইপােথ্যালামাস
(b) মেডালা অবলংগাটা
(c) সেরিবেলাম
(d) সেরিব্রাম
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি স্তন্যপায়ীদের শ্বাসকার্যে সাহায্য করে না ?
(a) পঞ্জরাস্থি
(b) মধ্যচ্ছদা
(c) ল্যারিংক্স
(d) উদর পেশি
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যালভিওলাই যা ফুসফুসের দেহতলের পরিধি বৃদ্ধি করে তার আকার হল প্রায়—
(a) টেনিস কোর্টের মতাে
(b) ডাইনিং টেবিলের মতাে
(c) ডিনার প্লেটের মতাে
(d) ছােটো বাটির মতাে
উত্তর: A
প্রশ্ন:৮
ফুসফুসে গ্যাসীয় আদানপ্রদান ঘটে—
(a) পালমােনারি প্রকোষ্ঠে
(b) ট্রাকিয়ায়
(c) ব্রংকিওলে
(d) অ্যালভিওলাইতে
উত্তর: D
প্রশ্ন:৯
দেহকোশ অক্সিহিমােগ্লোবিন থেকে O2, পায়।অক্সিহিমােগ্লোবিন বিভাজিত হয় নিম্নলিখিত কারণে—
(a) নিম্ন O2 ঘনত্ব
(b) নিম্ন CO2 ঘনত্ব
(c) উচ্চ CO2 ঘনত্ব
(d) নিম্ন O2 এবং উচ্চ CO2 ঘনত্ব
উত্তর: D
প্রশ্ন:১০
সর্বোচ্চ পরিমাণ বায়ু যা সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পরে বাইরে নিক্ষেপিত হয়—
(a) বায়ুধারকত্ব
(b) প্রবাহী বায়ু
(c) অবশিষ্ট বায়ু
(d) সম্পূর্ণ ফুসফুসীয় ধারকত্ব
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ২[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৪[NEXT]
✶✶✶
Comments
Post a Comment