নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মস্তিষ্কের কোন্ অংশ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
গুরুমস্তিষ্ক (cerebrum)।
প্রশ্ন:২
স্বতন্ত্র স্নায়ুর জোগান হৃৎপিণ্ড থেকে বাদ দিলে কী হবে ?
উত্তর:
হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে।
প্রশ্ন:৩
মস্তিষ্কের কোন্ অংশ দেহভঙ্গী/ভারসাম্য রক্ষা করে ?
উত্তর:
প্রশ্ন:৪
মানবদেহে গঠন অনুযায়ী কর্ণের অসিকল (ossicle)-গুলির নাম লেখাে।
উত্তর:
মেলিয়াস, ইনকাস ও স্টেপিস।
প্রশ্ন:৫
অশ্রুতে অবস্থিত উৎসেচকটির নাম লেখাে।
উত্তর:
লাইসােজাইম।
প্রশ্ন:৬
কোন্ রঞ্জক অন্ধকারে দেখতে সাহায্য করে ?
উত্তর:
রােডােপসিন।
প্রশ্ন:৭
শব্দতরঙ্গের কর্ণ ড্রাম (drum) বা পটহ থেকে অন্তঃকর্ণের এন্ডােলি পর্যন্ত পরিবহণের পথটি লেখাে।
উত্তর:
অসিকল-এর মধ্য দিয়ে, যথা—মেলিয়াস, ইনকাস ও স্টেপিস।
প্রশ্ন:৮
ককলিয়ার ক্যানালে কোন্ তরল থাকে ?
উত্তর:
পেরিলিম্ফ ও এন্ডােলিম্ফ।
প্রশ্ন:৯
অন্তঃকর্ণের কোন্ অংশ ভারসাম্য রক্ষা করে ?
উত্তর:
ভেস্টিবিউলার যন্ত্র।
প্রশ্ন:১০
ব্লাইন্ড স্পট-এ কোনাে কিছু দেখা যায় না কেন ?
উত্তর:
রড ও কোন্ কোশ থাকে না বলে।
Comments
Post a Comment