দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মস্তিষ্কের কোন্ অংশ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
গুরুমস্তিষ্ক (cerebrum)।
প্রশ্ন:২
স্বতন্ত্র স্নায়ুর জোগান হৃৎপিণ্ড থেকে বাদ দিলে কী হবে ?
উত্তর:
হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে।
প্রশ্ন:৩
মস্তিষ্কের কোন্ অংশ দেহভঙ্গী/ভারসাম্য রক্ষা করে ?
উত্তর:
প্রশ্ন:৪
মানবদেহে গঠন অনুযায়ী কর্ণের অসিকল (ossicle)-গুলির নাম লেখাে।
উত্তর:
মেলিয়াস, ইনকাস ও স্টেপিস।
প্রশ্ন:৫
অশ্রুতে অবস্থিত উৎসেচকটির নাম লেখাে।
উত্তর:
লাইসােজাইম।
প্রশ্ন:৬
কোন্ রঞ্জক অন্ধকারে দেখতে সাহায্য করে ?
উত্তর:
রােডােপসিন।
প্রশ্ন:৭
শব্দতরঙ্গের কর্ণ ড্রাম (drum) বা পটহ থেকে অন্তঃকর্ণের এন্ডােলি পর্যন্ত পরিবহণের পথটি লেখাে।
উত্তর:
অসিকল-এর মধ্য দিয়ে, যথা—মেলিয়াস, ইনকাস ও স্টেপিস।
প্রশ্ন:৮
ককলিয়ার ক্যানালে কোন্ তরল থাকে ?
উত্তর:
পেরিলিম্ফ ও এন্ডােলিম্ফ।
প্রশ্ন:৯
অন্তঃকর্ণের কোন্ অংশ ভারসাম্য রক্ষা করে ?
উত্তর:
ভেস্টিবিউলার যন্ত্র।
প্রশ্ন:১০
ব্লাইন্ড স্পট-এ কোনাে কিছু দেখা যায় না কেন ?
উত্তর:
রড ও কোন্ কোশ থাকে না বলে।

Comments
Post a Comment