দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
দেহের বামদিকে হৃৎস্পন্দন অনুভূত হয় কারণ—
(a) হৃৎপিণ্ড বামদিকে থাকে
(b) হৃৎপিণ্ডের নিলয় বামদিকে থাকে
(c) মহাধমনি বামদিকে থাকে
(d) হৃৎপিণ্ডের কিছু অংশ বামদিকে থাকে
উত্তর: B
প্রশ্ন:২
হার্দ-উৎপাদ হল—
(a) প্রতি মিনিটে হৃৎপিণ্ডে গৃহীত রক্তের পরিমাণ
(b) প্রতি মিনিটে প্রতিটি নিলয় থেকে নিক্ষিপ্ত রক্তের পরিমাণ
(c) প্রতি সেকেন্ডে প্রতিটি নিলয় থেকে নিক্ষিপ্ত রক্তের পরিমাণ
(d) প্রতি ঘণ্টায় প্রতিটি অলিন্দে গৃহীত রক্তের পরিমাণ
উত্তর: B
প্রশ্ন:৩
একজন ব্যক্তির প্রতি মিনিটে হৃৎস্পন্দনের হার 72 বার এবং হার্দ-উৎপাদ পরিমাণ 5250 হলে ব্যক্তির ঘাত পরিমাণ কত হবে ?
(a) 60 ml
(b) 55 ml
(c) 80 ml
(d) 70 ml
উত্তর: D
প্রশ্ন:৪
হৃৎস্পন্দনের পরিবহণ পথ হল—
(a) SAN→AVN→পারকিনজি তন্তু→হিজের বান্ডিল
(b) SAN→AVN→হিজের বান্ডিল→পারকিনজি তন্তু
(c) AVN→SAN→হিজের বান্ডিল→পারকিনজি তন্তু
(d) AVN→SAN →পারকিনজি তন্তু→হিজের বান্ডিল
উত্তর: B
প্রশ্ন:৫
Heart of Heart হল—
(a) SA নােড
(b) AV নােড
(c) হিজের বান্ডিল
(d) পারকিনজি তন্তু
উত্তর: C
প্রশ্ন:৬
গড় হার্দ-উৎপাদ পরিমাণ হল—
(a) 4 লিটার/মিনিট
(b) 5.3 লিটার/মিনিট
(c) 6.3 লিটার/মিনিট
(d) 7.3 লিটার/মিনিট
উত্তর: B
প্রশ্ন:৭
নীচের কোনটির সাহায্যে নাড়িস্পন্দন নির্ণয় করা হয় ?
(a) ধমনি
(b) শিরা
(c) জালক
(d) স্নায়ু
উত্তর: A
প্রশ্ন:৮
SA Node থেকে উৎপন্ন প্রবাহ যে দিকে বাহিত হয়—
(a) AV নােড
(b) SA নােড
(c) হিজের বান্ডিল
(d) পারকিনজি তন্তু
উত্তর: A
প্রশ্ন:৯
যে কপাটিকা বন্ধের ফলে DUP ধ্বনি উৎপন্ন হয় তা হল—
(a) সেমিলিউনার কপাটিকা
(b) বাইকাসপিড কপাটিকা
(c) ট্রাইকাসপিড কপাটিকা
(d) থেবােসিয়ান কপাটিকা
উত্তর: A
প্রশ্ন:১০
কোনটি প্রথম হৃদধ্বনি ?
(a) অলিন্দ-নিলয় কপাটিকাগুলি বন্ধের সময় উৎপন্ন DUP ধ্বনি
(b) অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি বন্ধের সময় DUP ধ্বনি
(c) অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি বন্ধের সময় LUB ধ্বনি
(d) অলিন্দ-নিলয় কপাটিকাগুলি বন্ধের সময় উৎপন্ন LUB ধ্বনি
উত্তর: D

Comments
Post a Comment