পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
EFP-র পুরাে নাম কী ?
উত্তর:
ইফেকটিভ ফিলট্রেশন প্রেসার।
প্রশ্ন:২
হেনলির লুপে কী কী বস্তু শােষিত হয় ?
উত্তর:
হেনলির লুপে জল, N2+, CI-, ইউরিয়া শােষিত হয়।
প্রশ্ন:৩
ADH-এর কাজ কী ?
উত্তর:
বৃক্কীয় নালিকায় পুনঃশশাষণে সাহায্য করে, বিশেষ করে জল শােষণের হার বাড়ায়।
প্রশ্ন:৪
প্রতি মিনিটে বৃক্কে কী পরিমাণ পরিস্রুত তরল উৎপন্ন হয় ?
উত্তর:
125 ml.
প্রশ্ন:৫
হেনলির লুপের প্রাচীরে কী ধরনের কোশ থাকে ?
উত্তর:
যথাক্রমে ঘনতলাকার কোশ ও চ্যাপ্টা কোশ থাকে।
প্রশ্ন:৬
গ্লোমেরুলাসের রক্তচাপ কীভাবে বাড়ে ?
উত্তর:
গ্লোমেরুলাসে যে লেসিস কোশ থাকে তাদের সংকোচনে রক্তবাহের ব্যাস কমে যায়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়।
প্রশ্ন:৭
ADH- এর পুরাে নাম কী ?
উত্তর:
অ্যান্টি ডাই ইউরেটিক হরমােন।
প্রশ্ন:৮
24 ঘণ্টায় বৃক্কে কী পরিমাণ তরল পরিস্রুত হয় ?
উত্তর:
170 লিটার।
প্রশ্ন:৯
প্রতি মিনিটে বৃক্কে কী পরিমাণ রক্ত অতিক্রম করে।
উত্তর:
1200 থেকে 1300 মিলিলিটার।
প্রশ্ন:১০
GCOP-এর পুরাে নাম কী ?
উত্তর:
গ্লোমেরুলার কোলয়ডাল অসমােটিক প্রেসার।

Comments
Post a Comment