দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ল্যাকটিয়াল অংশগ্রহণ করে—
(a) ল্যাকটিক অ্যাসিডের পরিপাকে
(b) ফ্যাটের শােষণে
(c) দুধের পরিপাকে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
দীর্ঘদিন ধরে মাখন, লাল মাংস এবং ডিমসমৃদ্ধ খাদ্যসামগ্রী গ্রহণ করলে কী হওয়ার সম্ভাবনা থাকে ?
(a) বৃক্কে পাথর
(b) ভিটামিন A বিষক্রিয়া
(c) রক্তে কোলেস্টেরল পরিমাণের বৃদ্ধি (হাইপারকোলেস্টেরােলেমিয়া)
(d) কিটোন বডিসমৃদ্ধ মূত্রের উৎপাদন
উত্তর: C
প্রশ্ন:৩
প্রােটিনের অভাবজনিত রােগ হল—
(a) এডিসােনের ব্যাধি
(b) স্কার্ভি
(c) কোয়াশিওরকোর
(d) পেলেগ্রা
উত্তর: C
প্রশ্ন:৪
কোশের মােট উৎসেচকের কত শতাংশ মাইটোকন্ড্রিয়াতে থাকে ?
(a) 10%
(b) 50%
(c) 70%
(d) 98%
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ জোড়ার মধ্যে মিল নেই ?
(a) রেনিন–যকৃৎ
(b) পেপসিন–পাকস্থলী
(c) টায়ালিন–মুখগহ্বর
(d) ট্রিপসিন–ক্ষুদ্রান্ত্র
উত্তর: A
প্রশ্ন:৬
কোশের কোথায় উৎসেচক তৈরি হয় ?
(a)RER-এ
(b) গলগি বস্তুতে
(c) রাইবােজোমে
(d) সবকটিতে
উত্তর: D
প্রশ্ন:৭
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রথমে যার সাহায্যে শােষিত হয়, সেটি—
(a) লসিকাবাহ
(b) রক্তজালক
(c) ভিলাই
(d) হেপাটিক পাের্টাল শিরা
উত্তর: A
প্রশ্ন:৮
অধিকাংশ উৎসেচক ক্ষরিত হয় নিষ্ক্রিয় অবস্থায়, তা না হলে নীচের কোনটি ক্ষতিগ্রস্ত হবে ?
(a) কোশের DNA
(b) কোশের প্রােটিন
(c) কোশের মাইটোকন্ডিয়া
(d) কোশের আবরণী
উত্তর: B
প্রশ্ন:৯
কোনটি অধিক ব্যবহারের ফলে মেদবৃদ্ধি/ওবেসিটি হয় ?
(a) প্রােটিন
(b) ফ্যাট
(c) কার্বোহাইড্রেট
(d) a এবং b উভয়ই
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্ অবস্থায় কোলেস্টেরল লসিকাবাহে প্রবাহিত হয় ?
(a) কোলেস্টেরল হিসেবে
(b) কাইলােমাইক্লোন হিসেবে
(c) লাইপােপ্রােটিন হিসেবে
(d) অধিক ঘনত্ব লিপিড হিসেবে
উত্তর: B

Comments
Post a Comment