নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ল্যাকটিয়াল অংশগ্রহণ করে—
(a) ল্যাকটিক অ্যাসিডের পরিপাকে
(b) ফ্যাটের শােষণে
(c) দুধের পরিপাকে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
দীর্ঘদিন ধরে মাখন, লাল মাংস এবং ডিমসমৃদ্ধ খাদ্যসামগ্রী গ্রহণ করলে কী হওয়ার সম্ভাবনা থাকে ?
(a) বৃক্কে পাথর
(b) ভিটামিন A বিষক্রিয়া
(c) রক্তে কোলেস্টেরল পরিমাণের বৃদ্ধি (হাইপারকোলেস্টেরােলেমিয়া)
(d) কিটোন বডিসমৃদ্ধ মূত্রের উৎপাদন
উত্তর: C
প্রশ্ন:৩
প্রােটিনের অভাবজনিত রােগ হল—
(a) এডিসােনের ব্যাধি
(b) স্কার্ভি
(c) কোয়াশিওরকোর
(d) পেলেগ্রা
উত্তর: C
প্রশ্ন:৪
কোশের মােট উৎসেচকের কত শতাংশ মাইটোকন্ড্রিয়াতে থাকে ?
(a) 10%
(b) 50%
(c) 70%
(d) 98%
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ জোড়ার মধ্যে মিল নেই ?
(a) রেনিন–যকৃৎ
(b) পেপসিন–পাকস্থলী
(c) টায়ালিন–মুখগহ্বর
(d) ট্রিপসিন–ক্ষুদ্রান্ত্র
উত্তর: A
প্রশ্ন:৬
কোশের কোথায় উৎসেচক তৈরি হয় ?
(a)RER-এ
(b) গলগি বস্তুতে
(c) রাইবােজোমে
(d) সবকটিতে
উত্তর: D
প্রশ্ন:৭
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল প্রথমে যার সাহায্যে শােষিত হয়, সেটি—
(a) লসিকাবাহ
(b) রক্তজালক
(c) ভিলাই
(d) হেপাটিক পাের্টাল শিরা
উত্তর: A
প্রশ্ন:৮
অধিকাংশ উৎসেচক ক্ষরিত হয় নিষ্ক্রিয় অবস্থায়, তা না হলে নীচের কোনটি ক্ষতিগ্রস্ত হবে ?
(a) কোশের DNA
(b) কোশের প্রােটিন
(c) কোশের মাইটোকন্ডিয়া
(d) কোশের আবরণী
উত্তর: B
প্রশ্ন:৯
কোনটি অধিক ব্যবহারের ফলে মেদবৃদ্ধি/ওবেসিটি হয় ?
(a) প্রােটিন
(b) ফ্যাট
(c) কার্বোহাইড্রেট
(d) a এবং b উভয়ই
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্ অবস্থায় কোলেস্টেরল লসিকাবাহে প্রবাহিত হয় ?
(a) কোলেস্টেরল হিসেবে
(b) কাইলােমাইক্লোন হিসেবে
(c) লাইপােপ্রােটিন হিসেবে
(d) অধিক ঘনত্ব লিপিড হিসেবে
উত্তর: B
Comments
Post a Comment