নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
পঞ্চম করােটি স্নায়ুটি হল—
পঞ্চম করােটি স্নায়ুটি হল—
(a) অপটিক
(b) ট্রাইজেমিনাল
(c) ফেসিয়াল
(d) অ্যাবডুসেন্স
উত্তর: B
প্রশ্ন:২
H-আকৃতির ধূসর বস্তু পাওয়া যায়—
(a) সুষুম্নাকাণ্ডে
(b) গুরুমস্তিষ্কে
(c) লঘুমস্তিষ্কে
(d) মেডালা অবলংগাটায়
উত্তর: A
প্রশ্ন:৩
অন্তঃকর্ণ থেকে স্নায়ু আবেগকে যে করােটি স্নায়ু বহন করে সেটি হল—
(a) হাইয়ােম্যান্ডিবুলার
(b) অডিটরি
(c) ভেগাস
(d) ট্রক্লিয়ার
উত্তর: B
প্রশ্ন:৪
প্রতিবর্ত চাপ যা যা দিয়ে গঠিত সেগুলি হল—
(a) মস্তিষ্ক→গ্রাহক→পেশি
(b) গ্রাহক→সুষুম্নাকাণ্ড→পেশি
(c) পেশি→সুষুম্নাকাণ্ড→গ্রাহক
(d) পেশি→গ্রাহক→মস্তিষ্ক
উত্তর: B
প্রশ্ন:৫
চেষ্টীয় স্নায়ু হল অপটিক—
(a) অপটিক
(b) অলফ্যাক্টরি
(c) অকিউলােমােটর
(d) ভেগাস
উত্তর: C
প্রশ্ন:৬
কোনটি সরল প্রতিবর্ত ?
(a) চোখের সামনে খুব কাছে দ্রুত কিছু নিয়ে গেলে চোখ বুজে যাওয়া
(b) অন্য লােকের সঙ্গে কথা বলা এবং তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় জুতাের ফিতে বাঁধা
(c) মুখরােচক কিছু খাবার দেখলে জিভে জল আসা
(d) অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠা
উত্তর: A
প্রশ্ন:৭
প্রথম করােটি স্নায়ুটি হল—
(a) অকিউলােমােটর
(b) অপটিক
(c) অলফ্যাক্টরি
(d) অডিটরি
উত্তর: C
প্রশ্ন:৮
মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল—
(a) 12 জোড়া
(b) 31 জোড়া
(c) 15 জোড়া
(d) 42 জোড়া
উত্তর: B
প্রশ্ন:৯
সুষুম্নাকাণ্ডের শেষ কোণাকৃতি অংশটিকে বলে—
(a) ফাইলাম টারমিনেলি
(b) কোনাস টারমিনেলি/কোনাস মেডুলারিস
(c) কডা ইকুইনা
(d) সারভিক্যাল স্ফীতি
উত্তর: B
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি দশম করােটি স্নায়ু ?
(a) নিউরােগ্যাসট্রিক
(b) ট্রক্লিয়ার
(c) গ্লসােফ্যারিঞ্জিয়াল
(d) ট্রাইজেমিনাল
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ১৫[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ১৭[NEXT]
✶✶✶
Comments
Post a Comment