দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
পঞ্চম করােটি স্নায়ুটি হল—
পঞ্চম করােটি স্নায়ুটি হল—
(a) অপটিক
(b) ট্রাইজেমিনাল
(c) ফেসিয়াল
(d) অ্যাবডুসেন্স
উত্তর: B
প্রশ্ন:২
H-আকৃতির ধূসর বস্তু পাওয়া যায়—
(a) সুষুম্নাকাণ্ডে
(b) গুরুমস্তিষ্কে
(c) লঘুমস্তিষ্কে
(d) মেডালা অবলংগাটায়
উত্তর: A
প্রশ্ন:৩
অন্তঃকর্ণ থেকে স্নায়ু আবেগকে যে করােটি স্নায়ু বহন করে সেটি হল—
(a) হাইয়ােম্যান্ডিবুলার
(b) অডিটরি
(c) ভেগাস
(d) ট্রক্লিয়ার
উত্তর: B
প্রশ্ন:৪
প্রতিবর্ত চাপ যা যা দিয়ে গঠিত সেগুলি হল—
(a) মস্তিষ্ক→গ্রাহক→পেশি
(b) গ্রাহক→সুষুম্নাকাণ্ড→পেশি
(c) পেশি→সুষুম্নাকাণ্ড→গ্রাহক
(d) পেশি→গ্রাহক→মস্তিষ্ক
উত্তর: B
প্রশ্ন:৫
চেষ্টীয় স্নায়ু হল অপটিক—
(a) অপটিক
(b) অলফ্যাক্টরি
(c) অকিউলােমােটর
(d) ভেগাস
উত্তর: C
প্রশ্ন:৬
কোনটি সরল প্রতিবর্ত ?
(a) চোখের সামনে খুব কাছে দ্রুত কিছু নিয়ে গেলে চোখ বুজে যাওয়া
(b) অন্য লােকের সঙ্গে কথা বলা এবং তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় জুতাের ফিতে বাঁধা
(c) মুখরােচক কিছু খাবার দেখলে জিভে জল আসা
(d) অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠা
উত্তর: A
প্রশ্ন:৭
প্রথম করােটি স্নায়ুটি হল—
(a) অকিউলােমােটর
(b) অপটিক
(c) অলফ্যাক্টরি
(d) অডিটরি
উত্তর: C
প্রশ্ন:৮
মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল—
(a) 12 জোড়া
(b) 31 জোড়া
(c) 15 জোড়া
(d) 42 জোড়া
উত্তর: B
প্রশ্ন:৯
সুষুম্নাকাণ্ডের শেষ কোণাকৃতি অংশটিকে বলে—
(a) ফাইলাম টারমিনেলি
(b) কোনাস টারমিনেলি/কোনাস মেডুলারিস
(c) কডা ইকুইনা
(d) সারভিক্যাল স্ফীতি
উত্তর: B
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি দশম করােটি স্নায়ু ?
(a) নিউরােগ্যাসট্রিক
(b) ট্রক্লিয়ার
(c) গ্লসােফ্যারিঞ্জিয়াল
(d) ট্রাইজেমিনাল
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ১৫[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ১৭[NEXT]
✶✶✶

Comments
Post a Comment