দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে।
উত্তর:
(i) লাব (Lub) (ii) ডাব (Dup)।
প্রশ্ন:২
কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ?
উত্তর:
থ্রম্বিন (Thrombin)।
প্রশ্ন:৩
একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ধমনি হৃৎপিণ্ডকে রক্তের জোগান দেয় ?
উত্তর:
করােনারি ধমনি।
প্রশ্ন:৫
যুগ্ম ডায়াস্টোল কী ?
উত্তর:
যখন হৃৎপিণ্ডের সকল প্রকোষ্টগুলি ডায়াস্টোলে থাকে।
প্রশ্ন:৬
কোন্ কলা পুষ্টিদ্রব্য, বিপাকজাত পদার্থ, হরমােন, বর্জ্য পদার্থ পরিবহণের জন্য দায়ী ?
উত্তর:
রক্ত।
প্রশ্ন:৭
কে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সংবহন আবিষ্কার করেন ?
উত্তর:
উইলিয়াম হার্ভে (William Harvey)।
প্রশ্ন:৮
সাইনাে অরিকুলার নােডের প্রচলিত নাম কী ?
উত্তর:
পেসমেকার।
প্রশ্ন:৯
কোন্ ধমনি দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় ?
উত্তর:
পালমোনারি (Pulmonary) ধমনি।
প্রশ্ন:১০
সাধারণত শিরা তুলনামূলকভাবে বড়ড়া বা হৃৎপিণ্ডে প্রবেশ করে কিন্তু কখনােই জালকে মেশে না। মানবদেহের কোন্ শিরাটি এর ব্যতিক্রম ?
উত্তর:
পাের্টাল শিরা।

Comments
Post a Comment