শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে।
উত্তর:
(i) লাব (Lub) (ii) ডাব (Dup)।
প্রশ্ন:২
কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ?
উত্তর:
থ্রম্বিন (Thrombin)।
প্রশ্ন:৩
একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ধমনি হৃৎপিণ্ডকে রক্তের জোগান দেয় ?
উত্তর:
করােনারি ধমনি।
প্রশ্ন:৫
যুগ্ম ডায়াস্টোল কী ?
উত্তর:
যখন হৃৎপিণ্ডের সকল প্রকোষ্টগুলি ডায়াস্টোলে থাকে।
প্রশ্ন:৬
কোন্ কলা পুষ্টিদ্রব্য, বিপাকজাত পদার্থ, হরমােন, বর্জ্য পদার্থ পরিবহণের জন্য দায়ী ?
উত্তর:
রক্ত।
প্রশ্ন:৭
কে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সংবহন আবিষ্কার করেন ?
উত্তর:
উইলিয়াম হার্ভে (William Harvey)।
প্রশ্ন:৮
সাইনাে অরিকুলার নােডের প্রচলিত নাম কী ?
উত্তর:
পেসমেকার।
প্রশ্ন:৯
কোন্ ধমনি দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় ?
উত্তর:
পালমোনারি (Pulmonary) ধমনি।
প্রশ্ন:১০
সাধারণত শিরা তুলনামূলকভাবে বড়ড়া বা হৃৎপিণ্ডে প্রবেশ করে কিন্তু কখনােই জালকে মেশে না। মানবদেহের কোন্ শিরাটি এর ব্যতিক্রম ?
উত্তর:
পাের্টাল শিরা।

Comments
Post a Comment