ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে।
উত্তর:
(i) লাব (Lub) (ii) ডাব (Dup)।
প্রশ্ন:২
কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ?
উত্তর:
থ্রম্বিন (Thrombin)।
প্রশ্ন:৩
একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ধমনি হৃৎপিণ্ডকে রক্তের জোগান দেয় ?
উত্তর:
করােনারি ধমনি।
প্রশ্ন:৫
যুগ্ম ডায়াস্টোল কী ?
উত্তর:
যখন হৃৎপিণ্ডের সকল প্রকোষ্টগুলি ডায়াস্টোলে থাকে।
প্রশ্ন:৬
কোন্ কলা পুষ্টিদ্রব্য, বিপাকজাত পদার্থ, হরমােন, বর্জ্য পদার্থ পরিবহণের জন্য দায়ী ?
উত্তর:
রক্ত।
প্রশ্ন:৭
কে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সংবহন আবিষ্কার করেন ?
উত্তর:
উইলিয়াম হার্ভে (William Harvey)।
প্রশ্ন:৮
সাইনাে অরিকুলার নােডের প্রচলিত নাম কী ?
উত্তর:
পেসমেকার।
প্রশ্ন:৯
কোন্ ধমনি দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় ?
উত্তর:
পালমোনারি (Pulmonary) ধমনি।
প্রশ্ন:১০
সাধারণত শিরা তুলনামূলকভাবে বড়ড়া বা হৃৎপিণ্ডে প্রবেশ করে কিন্তু কখনােই জালকে মেশে না। মানবদেহের কোন্ শিরাটি এর ব্যতিক্রম ?
উত্তর:
পাের্টাল শিরা।

Comments
Post a Comment