বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে।
উত্তর:
(i) লাব (Lub) (ii) ডাব (Dup)।
প্রশ্ন:২
কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ?
উত্তর:
থ্রম্বিন (Thrombin)।
প্রশ্ন:৩
একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ধমনি হৃৎপিণ্ডকে রক্তের জোগান দেয় ?
উত্তর:
করােনারি ধমনি।
প্রশ্ন:৫
যুগ্ম ডায়াস্টোল কী ?
উত্তর:
যখন হৃৎপিণ্ডের সকল প্রকোষ্টগুলি ডায়াস্টোলে থাকে।
প্রশ্ন:৬
কোন্ কলা পুষ্টিদ্রব্য, বিপাকজাত পদার্থ, হরমােন, বর্জ্য পদার্থ পরিবহণের জন্য দায়ী ?
উত্তর:
রক্ত।
প্রশ্ন:৭
কে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সংবহন আবিষ্কার করেন ?
উত্তর:
উইলিয়াম হার্ভে (William Harvey)।
প্রশ্ন:৮
সাইনাে অরিকুলার নােডের প্রচলিত নাম কী ?
উত্তর:
পেসমেকার।
প্রশ্ন:৯
কোন্ ধমনি দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় ?
উত্তর:
পালমোনারি (Pulmonary) ধমনি।
প্রশ্ন:১০
সাধারণত শিরা তুলনামূলকভাবে বড়ড়া বা হৃৎপিণ্ডে প্রবেশ করে কিন্তু কখনােই জালকে মেশে না। মানবদেহের কোন্ শিরাটি এর ব্যতিক্রম ?
উত্তর:
পাের্টাল শিরা।

Comments
Post a Comment