প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
স্টেথােস্কোপে কোন্ শব্দ শােনা যায়– (i) নিলয়ের সিস্টোলে AV কপাটিকা বন্ধ হলে, (ii) নিলয়ের ডায়াস্টোলে অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হলে।
উত্তর:
(i) লাব (Lub) (ii) ডাব (Dup)।
প্রশ্ন:২
কোন্ উৎসেচক দ্রবীভূত ফাইব্রিনােজেনকে অদ্রাব্য ফাইব্রিনে পরিণত করে ?
উত্তর:
থ্রম্বিন (Thrombin)।
প্রশ্ন:৩
একটি প্রাণীর নাম লেখাে যার হৃৎপিণ্ড শুধুমাত্র O2-বিহীন রক্ত পাম্প করে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ধমনি হৃৎপিণ্ডকে রক্তের জোগান দেয় ?
উত্তর:
করােনারি ধমনি।
প্রশ্ন:৫
যুগ্ম ডায়াস্টোল কী ?
উত্তর:
যখন হৃৎপিণ্ডের সকল প্রকোষ্টগুলি ডায়াস্টোলে থাকে।
প্রশ্ন:৬
কোন্ কলা পুষ্টিদ্রব্য, বিপাকজাত পদার্থ, হরমােন, বর্জ্য পদার্থ পরিবহণের জন্য দায়ী ?
উত্তর:
রক্ত।
প্রশ্ন:৭
কে বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত সংবহন আবিষ্কার করেন ?
উত্তর:
উইলিয়াম হার্ভে (William Harvey)।
প্রশ্ন:৮
সাইনাে অরিকুলার নােডের প্রচলিত নাম কী ?
উত্তর:
পেসমেকার।
প্রশ্ন:৯
কোন্ ধমনি দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় ?
উত্তর:
পালমোনারি (Pulmonary) ধমনি।
প্রশ্ন:১০
সাধারণত শিরা তুলনামূলকভাবে বড়ড়া বা হৃৎপিণ্ডে প্রবেশ করে কিন্তু কখনােই জালকে মেশে না। মানবদেহের কোন্ শিরাটি এর ব্যতিক্রম ?
উত্তর:
পাের্টাল শিরা।

Comments
Post a Comment