দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ICSH-এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Interstitial Cell Stimulating Hormone।
প্রশ্ন:২
কোন্ ধরনের হরমােন রক্তে বাহিত হয়ে প্লাজমা প্রােটিনের সঙ্গে যুক্ত হয় ?
উত্তর:
স্টেরয়েড হরমােন।
প্রশ্ন:৩
অক্সিটোসিন ও ট্রপিক হরমােনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ লেখাে।
উত্তর:
অক্সিটোসিন— বাচ্চা প্রসবের সময় জরায়ুর পেশির সংকোচন ঘটায়।
প্রশ্ন:৪
পূর্ণবয়স্কদের অঙ্গুরীয় আকৃতির বুদ্ধি কোন্ অ্যাক্রোমেগালির লক্ষণ ?
উত্তর:
HGH-এর অধিক ক্ষরণ অস্থিকে চওড়া ও মােটা করে। ফলে অঙ্গুরীয় আকৃতি খুব ছােটো হয়ে যায়।
প্রশ্ন:৫
অ্যালডােস্টেরনের উৎস কী ?
উত্তর:
সুপ্ৰারেনাল কর্টেক্স।
প্রশ্ন:৬
HGH-এর অধিক ক্ষরণের ফলে শৈশবে কোন্ রােগ হয় ?
উত্তর:
জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব (Gigantism)।
প্রশ্ন:৭
পিনিয়াল গ্রন্থি কি অবলুপ্তপ্রায় অঙ্গ ? এর কাজ লেখাে।
উত্তর:
না, এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি।
এটি মেলাটোনিন হরমােন ক্ষরণ করে।
প্রশ্ন:৮
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:
থাইরয়েড, অ্যাড্রিনাল কর্টেক্স, ডিম্বাশয়, শুক্রাশয়।
প্রশ্ন:৯
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে মূল পার্থক্য কী ?
উত্তর:
অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নালিতে মুক্ত হয় ও দেহগহ্বর বা দেহতলে প্রবেশ করে।
প্রশ্ন:১০
সিক্রেটিন-এর কাজ কী ?
উত্তর:
সিক্রেটিন অগ্ন্যাশয় রসের ক্ষরণ উদ্দীপিত করে এবং তরল উৎসেচকবিহীন অংশ মুক্ত করে। এটি গ্যাসট্রিন ক্ষরণ প্রশমিত করে এবং পিত্ত ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

Comments
Post a Comment