নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ICSH-এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Interstitial Cell Stimulating Hormone।
প্রশ্ন:২
কোন্ ধরনের হরমােন রক্তে বাহিত হয়ে প্লাজমা প্রােটিনের সঙ্গে যুক্ত হয় ?
উত্তর:
স্টেরয়েড হরমােন।
প্রশ্ন:৩
অক্সিটোসিন ও ট্রপিক হরমােনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ লেখাে।
উত্তর:
অক্সিটোসিন— বাচ্চা প্রসবের সময় জরায়ুর পেশির সংকোচন ঘটায়।
প্রশ্ন:৪
পূর্ণবয়স্কদের অঙ্গুরীয় আকৃতির বুদ্ধি কোন্ অ্যাক্রোমেগালির লক্ষণ ?
উত্তর:
HGH-এর অধিক ক্ষরণ অস্থিকে চওড়া ও মােটা করে। ফলে অঙ্গুরীয় আকৃতি খুব ছােটো হয়ে যায়।
প্রশ্ন:৫
অ্যালডােস্টেরনের উৎস কী ?
উত্তর:
সুপ্ৰারেনাল কর্টেক্স।
প্রশ্ন:৬
HGH-এর অধিক ক্ষরণের ফলে শৈশবে কোন্ রােগ হয় ?
উত্তর:
জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব (Gigantism)।
প্রশ্ন:৭
পিনিয়াল গ্রন্থি কি অবলুপ্তপ্রায় অঙ্গ ? এর কাজ লেখাে।
উত্তর:
না, এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি।
এটি মেলাটোনিন হরমােন ক্ষরণ করে।
প্রশ্ন:৮
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:
থাইরয়েড, অ্যাড্রিনাল কর্টেক্স, ডিম্বাশয়, শুক্রাশয়।
প্রশ্ন:৯
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে মূল পার্থক্য কী ?
উত্তর:
অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নালিতে মুক্ত হয় ও দেহগহ্বর বা দেহতলে প্রবেশ করে।
প্রশ্ন:১০
সিক্রেটিন-এর কাজ কী ?
উত্তর:
সিক্রেটিন অগ্ন্যাশয় রসের ক্ষরণ উদ্দীপিত করে এবং তরল উৎসেচকবিহীন অংশ মুক্ত করে। এটি গ্যাসট্রিন ক্ষরণ প্রশমিত করে এবং পিত্ত ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
Comments
Post a Comment