নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অক্সিজেনের পার্শ্বচাপ পরিলক্ষিত হয় নিম্নলিখিত দুটির মধ্যে—
(a) বায়ুমণ্ডল ও ফুসফুস
(b) ফুসফুস ও বিপাকে অংশগ্রহণকারী সক্রিয় কলা
(c) সুমুদ্রতলের বায়ু ও উচ্চস্থানের বায়ু
(d) সবগুলি
উত্তর: D
প্রশ্ন:২
বাতাসের অক্সিজেন মানবদেহে পার্শ্বীয় চাপ-এর নতিমাত্রার ওপর নির্ভর করে কার মধ্য দিয়ে ব্যাপিত হয়—
(a) প্লুরা থলি
(b) আর্দ্র শ্বসন দেহতল
(c) অ্যালভিওলার থলি
(d) b এবং c উভয়
প্রশ্ন:৩
মস্তিষ্কের শ্বসন কেন্দ্রগুলি যারা শ্বসন নিয়ন্ত্রণ করে, তারা নিম্নলিখিত কোনটির রক্তে উপস্থিতির ঘনত্বের ওপর বেশিমাত্রায় নির্ভরশীল ?
(a) O2
(b) CO2
(c) হাইড্রোজেন কার্বনেট
(d) অক্সিহিমােগ্লোবিন
উত্তর: B
প্রশ্ন:৪
হিমােগ্লোবিন হল অক্সিজেন বহনকারী রঞ্জক—
(a) লিউকোসাইটের
(b) এরিথ্রোসাইটের
(c) অস্টিওসাইটের
(d) থ্রম্বােসাইটের
উত্তর: B
প্রশ্ন:৫
সরল আঁইশাকার সিলিয়াবিহীন আবরণী কলা দেখা যায়—
(a) অ্যালভিওলাইতে
(b) ব্রংকিতে
(c) ব্রংকিওলে
(d) ট্রাকিয়াতে
উত্তর: A
প্রশ্ন:৬
শ্বসনতন্ত্রের নিম্নলিখিত কোন্ অংশটি রক্তপ্রবাহের সঙ্গে ওতপ্রােতভাবে যুক্ত নয় ?
(a) মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস
(b) মাছের ফুলকা
(c) কীটপতঙ্গের ট্রাকিয়া
(d) কেঁচোর বহিঃত্বক
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনটির গ্যাস আদানপ্রদান তন্ত্রে শ্বসন মাধ্যম শ্বসন তলের ওপর দিয়ে একই দিকে প্রবাহিত হয় ?
(a) স্তন্যপায়ী
(b) ব্যাং
(c) পাখি
(d) কীটপতঙ্গ
উত্তর: C
প্রশ্ন:৮
মানুষের ফুসফুসে গ্যাসের আদানপ্রদান ঘটে—
(a) দুটি ব্রংকিতে
(b) অ্যালভিওলার থলিতে
(c) প্লুরা থলিতে
(d) b এবং c উভয়
উত্তর: B
প্রশ্ন:৯
যে ছিদ্র দিয়ে মুখবিবর ল্যারিংক্সের সঙ্গে যুক্ত থাকে তা হল—
(a) ল্যারিংক্স
(b) ফ্যারিংক্স
(c) নাসারন্ধ্র
(d) গ্লটিস
উত্তর: D
প্রশ্ন:১০
ফুসফুস একটি দ্বিতলবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, এর নাম—
(a) পেরিকার্ডিয়াম
(b) প্লুরা
(c) পেরিঅস্টিয়াম
(d) পেরিকনড্রিয়াম
উত্তর: B
Comments
Post a Comment