দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়—
(a) এপেনডাইমাল কোশ দিয়ে
(b) করােয়েড প্লেক্সাস দিয়ে
(c) নিউরােগ্লিয়াল কোশ দিয়ে
(d) নিউরােন দিয়ে
উত্তর: B
প্রশ্ন:২
গুরুমস্তিষ্কের দুটি গােলার্ধ সংযুক্তকারী স্নায়ুতন্তুগুচ্ছ হল—
(a) করপাস অ্যালবিক্যান্স
(b) করপাস ক্যালােসাম
(c) করপাস স্পঞ্জিওসাম
(d) করপাস স্ট্রায়েটাম
প্রশ্ন:৩
সিলভিয়াস নালির অন্য নাম হল—
(a) জাইরাস
(b) আইটার
(c) ফোরামেন অব মনরাে
(d) সালকাস
উত্তর: B
প্রশ্ন:৪
গুরুমস্তিষ্কের যে লােবে দর্শন অঞ্চল থাকে সেটি হল—
(a) ফ্রন্টাল লােব
(b) টেম্পােরাল লােব
(c) প্যারাইটাল লােব
(d) অক্সিপিটাল লােব
উত্তর: D
প্রশ্ন:৫
পার্শ্ব ভেন্ট্রিকল দুটি কীসের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিলের সঙ্গে যুক্ত থাকে ?
(a) আইটার
(b) ফোরামেন অফ মনরাে
(c) ফাইলাম টার্মিনেলি
(d) করপাস স্ট্রায়েটাম
উত্তর: B
প্রশ্ন:৬
লঘুমস্তিষ্কের মুখ্য কাজটি হল—
(a) ভারসাম্য
(b) শ্রবণ
(c) দর্শন
(d) স্মৃতি
উত্তর: A
প্রশ্ন:৭
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড/মস্তিষ্ক-সুষুম্না রস থাকে—
(a) পায়া ম্যাটারের নীচে
(b) অ্যারানয়েড এবং ডুরা ম্যাটারের মধ্যে
(c) অ্যারানয়েড এবং পায়া ম্যাটারের মধ্যে
(d) ডুরা ম্যাটার ও ক্রেনিয়ামের মধ্যে
উত্তর: C
প্রশ্ন:৮
নীচের কোনটির মধ্যে মিল নেই ?
(a) গুরুমস্তিষ্ক—স্মৃতি
(b) মেডালা অবলংগাটা—দেহতাপ নিয়ন্ত্রিত
(c) অলফ্যাক্টরি লােব—ঘ্রাণ
(d) লঘুমস্তিষ্ক—দেহের ভারসাম্য রক্ষা
উত্তর: B
প্রশ্ন:৯
করপাস ক্যালােসাম যুক্ত রাখে—
(a) দুটি গুরুমস্তিস্কের গােলার্ধকে
(b) মেডালা এবং লঘুমস্তিষ্ককে
(c) দুটি লঘুমস্তিষ্কের গােলার্ধকে
(d) পনস্ এবং লঘুমস্তিষ্ককে
উত্তর: A
প্রশ্ন:১০
ফোরামেন অব মনরাে হল একটি ছিদ্র যা থাকে—
(a) ডায়াশিল ও মেটাশিলের মধ্যে
(b) রাইনােশিল এবং ডায়াশিলের মধ্যে
(c) পার্শ্ব এবং তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যে
(d) তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে
উত্তর: C

Comments
Post a Comment