নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়—
(a) এপেনডাইমাল কোশ দিয়ে
(b) করােয়েড প্লেক্সাস দিয়ে
(c) নিউরােগ্লিয়াল কোশ দিয়ে
(d) নিউরােন দিয়ে
উত্তর: B
প্রশ্ন:২
গুরুমস্তিষ্কের দুটি গােলার্ধ সংযুক্তকারী স্নায়ুতন্তুগুচ্ছ হল—
(a) করপাস অ্যালবিক্যান্স
(b) করপাস ক্যালােসাম
(c) করপাস স্পঞ্জিওসাম
(d) করপাস স্ট্রায়েটাম
প্রশ্ন:৩
সিলভিয়াস নালির অন্য নাম হল—
(a) জাইরাস
(b) আইটার
(c) ফোরামেন অব মনরাে
(d) সালকাস
উত্তর: B
প্রশ্ন:৪
গুরুমস্তিষ্কের যে লােবে দর্শন অঞ্চল থাকে সেটি হল—
(a) ফ্রন্টাল লােব
(b) টেম্পােরাল লােব
(c) প্যারাইটাল লােব
(d) অক্সিপিটাল লােব
উত্তর: D
প্রশ্ন:৫
পার্শ্ব ভেন্ট্রিকল দুটি কীসের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিলের সঙ্গে যুক্ত থাকে ?
(a) আইটার
(b) ফোরামেন অফ মনরাে
(c) ফাইলাম টার্মিনেলি
(d) করপাস স্ট্রায়েটাম
উত্তর: B
প্রশ্ন:৬
লঘুমস্তিষ্কের মুখ্য কাজটি হল—
(a) ভারসাম্য
(b) শ্রবণ
(c) দর্শন
(d) স্মৃতি
উত্তর: A
প্রশ্ন:৭
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড/মস্তিষ্ক-সুষুম্না রস থাকে—
(a) পায়া ম্যাটারের নীচে
(b) অ্যারানয়েড এবং ডুরা ম্যাটারের মধ্যে
(c) অ্যারানয়েড এবং পায়া ম্যাটারের মধ্যে
(d) ডুরা ম্যাটার ও ক্রেনিয়ামের মধ্যে
উত্তর: C
প্রশ্ন:৮
নীচের কোনটির মধ্যে মিল নেই ?
(a) গুরুমস্তিষ্ক—স্মৃতি
(b) মেডালা অবলংগাটা—দেহতাপ নিয়ন্ত্রিত
(c) অলফ্যাক্টরি লােব—ঘ্রাণ
(d) লঘুমস্তিষ্ক—দেহের ভারসাম্য রক্ষা
উত্তর: B
প্রশ্ন:৯
করপাস ক্যালােসাম যুক্ত রাখে—
(a) দুটি গুরুমস্তিস্কের গােলার্ধকে
(b) মেডালা এবং লঘুমস্তিষ্ককে
(c) দুটি লঘুমস্তিষ্কের গােলার্ধকে
(d) পনস্ এবং লঘুমস্তিষ্ককে
উত্তর: A
প্রশ্ন:১০
ফোরামেন অব মনরাে হল একটি ছিদ্র যা থাকে—
(a) ডায়াশিল ও মেটাশিলের মধ্যে
(b) রাইনােশিল এবং ডায়াশিলের মধ্যে
(c) পার্শ্ব এবং তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যে
(d) তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে
উত্তর: C
Comments
Post a Comment