দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অগ্ন্যাশয় রস নীচের কোনগুলির পরিপাকে সাহায্য করে ?
অগ্ন্যাশয় রস নীচের কোনগুলির পরিপাকে সাহায্য করে ?
(a) প্রােটিন+কার্বোহাইড্রেট
(b) প্রোটিন+ফ্যাট
(c) ফ্যাট+কার্বোহাইড্রেট
(d) প্রােটিন+কার্বোহাইড্রেট+ফ্যাট
উত্তর: D
প্রশ্ন:২
প্রােটিন পরিপাকের শেষে বিক্রিয়ালব্ধ পদার্থটি—
(a) গ্লুকোজ
(b) শর্করা
(c) নিউক্লিওটাইড
(d) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:৩
অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হল—
(a) ফ্যাট
(b) কার্বোহাইড্রেট
(c) ল্যাকটোজ
(d) প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:৪
অ্যামাইলেজ উৎসেচকের বিক্রিয়ক/সাবস্ট্রেট হল—
(a) ফ্যাট
(b) প্রােটিন
(c) শ্বেতসার/স্টার্চ
(d) ইক্ষু শর্করা
উত্তর: C
প্রশ্ন:৫
ফ্যাটকে অবদ্রব হতে সাহায্য করে—
প্রশ্ন:৫
ফ্যাটকে অবদ্রব হতে সাহায্য করে—
(a) HCI
(b) পিত্তলবণ
(c) পিত্তরঞ্জক কণা
(d) অগ্ন্যাশয় রস
উত্তর: B
প্রশ্ন:৬
রেননিন (Rennin) পরিবর্তন ঘটায়—
(a) কেসিনকে প্রােকেসিনােজেনে
(b) কেসিনকে কেসিনােজেনে
(c) কেসিনকে প্রােকেসিনে
(d) প্রােকেসিনকে কেসিনে
উত্তর: B
প্রশ্ন:৭
পিত্তলবণগুলি অংশগ্রহণ করে—
(a) প্রােটিনের আর্দ্রবিশ্লেষণে
(b) কার্বোহাইড্রেটের পরিপাকে
(c) ফ্যাটের অবদ্রব তৈরিতে
(d) গ্লিসারলের শােষণে
উত্তর: C
প্রশ্ন:৮
পরিপাকের ফলে লিপিড আর্দ্রবিশ্লেষিত হয়ে উৎপন্ন করে—
(a) গ্লাইসিন
(b) ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
(c) গ্লিসারিন এবং গ্লিসারল
(d) পূর্বের সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৯
স্তন্যপায়ী শিশুদের দুধের প্রােটিন পরিপাকের জন্য পাকস্থলীয় রসের উৎসেচকের—
(a) ট্রিপসিন
(b) পেপসিনােজেন
(c) কেসিনােজেন
(d) পেপসিন
উত্তর: D
প্রশ্ন:১০
অবদ্রবের ফলে উৎপন্ন স্নেহকণা যার সাহায্যে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় সেটি হল—
(a) লাইপেজ
(b) ট্রিপসিন
(c) অ্যামাইলেজ
(d) পিওলবণ
উত্তর: A

Comments
Post a Comment