নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অগ্ন্যাশয় রস নীচের কোনগুলির পরিপাকে সাহায্য করে ?
অগ্ন্যাশয় রস নীচের কোনগুলির পরিপাকে সাহায্য করে ?
(a) প্রােটিন+কার্বোহাইড্রেট
(b) প্রোটিন+ফ্যাট
(c) ফ্যাট+কার্বোহাইড্রেট
(d) প্রােটিন+কার্বোহাইড্রেট+ফ্যাট
উত্তর: D
প্রশ্ন:২
প্রােটিন পরিপাকের শেষে বিক্রিয়ালব্ধ পদার্থটি—
(a) গ্লুকোজ
(b) শর্করা
(c) নিউক্লিওটাইড
(d) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর: D
প্রশ্ন:৩
অগ্ন্যাশয়কে কেটে বাদ দিলে যে যৌগটি অপাচিত থেকে যাবে সেটি হল—
(a) ফ্যাট
(b) কার্বোহাইড্রেট
(c) ল্যাকটোজ
(d) প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:৪
অ্যামাইলেজ উৎসেচকের বিক্রিয়ক/সাবস্ট্রেট হল—
(a) ফ্যাট
(b) প্রােটিন
(c) শ্বেতসার/স্টার্চ
(d) ইক্ষু শর্করা
উত্তর: C
প্রশ্ন:৫
ফ্যাটকে অবদ্রব হতে সাহায্য করে—
প্রশ্ন:৫
ফ্যাটকে অবদ্রব হতে সাহায্য করে—
(a) HCI
(b) পিত্তলবণ
(c) পিত্তরঞ্জক কণা
(d) অগ্ন্যাশয় রস
উত্তর: B
প্রশ্ন:৬
রেননিন (Rennin) পরিবর্তন ঘটায়—
(a) কেসিনকে প্রােকেসিনােজেনে
(b) কেসিনকে কেসিনােজেনে
(c) কেসিনকে প্রােকেসিনে
(d) প্রােকেসিনকে কেসিনে
উত্তর: B
প্রশ্ন:৭
পিত্তলবণগুলি অংশগ্রহণ করে—
(a) প্রােটিনের আর্দ্রবিশ্লেষণে
(b) কার্বোহাইড্রেটের পরিপাকে
(c) ফ্যাটের অবদ্রব তৈরিতে
(d) গ্লিসারলের শােষণে
উত্তর: C
প্রশ্ন:৮
পরিপাকের ফলে লিপিড আর্দ্রবিশ্লেষিত হয়ে উৎপন্ন করে—
(a) গ্লাইসিন
(b) ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
(c) গ্লিসারিন এবং গ্লিসারল
(d) পূর্বের সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৯
স্তন্যপায়ী শিশুদের দুধের প্রােটিন পরিপাকের জন্য পাকস্থলীয় রসের উৎসেচকের—
(a) ট্রিপসিন
(b) পেপসিনােজেন
(c) কেসিনােজেন
(d) পেপসিন
উত্তর: D
প্রশ্ন:১০
অবদ্রবের ফলে উৎপন্ন স্নেহকণা যার সাহায্যে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় সেটি হল—
(a) লাইপেজ
(b) ট্রিপসিন
(c) অ্যামাইলেজ
(d) পিওলবণ
উত্তর: A
Comments
Post a Comment