মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত হয়—
(a) এপিকার্ডিয়াম
(b) মায়ােকার্ডিয়াম
(c) এন্ডােকার্ডিয়াম
(d) এদের সবকটি নিয়ে গঠিত
উত্তর: D
প্রশ্ন:২
যে রক্তবাহের মাধ্যমে হৃদপেশি থেকে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসে সেটি হল—
(a) করােনারি শিরা
(b) করােনারি ধমনি
(c) ফুসফুসীয় ধমনি
(d) ফুসফুসীয় শিরা
উত্তর: A
প্রশ্ন:৩
হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মােটা সেটি হল—
(a) বাম অলিন্দ
(b) বাম নিলয়
(c) ডান অলিন্দ
(d) ডান নিলয়
উত্তর: B
প্রশ্ন:৪
যে বৈশিষ্ট্য দিয়ে ধমনিকে শিরা থেকে আলাদা করা যায় তা হল—
(a) ধমনির মধ্যে কপাটিকা থাকে
(b) ধমনির প্রাচীর পুরু
(c) ধমনির গহ্বর বড়াে
(d) ধমনিতে CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়
উত্তর: B
প্রশ্ন:৫
প্রাণীদেহে রক্তসংবহন আবিষ্কার করেন—
(a) অ্যারিস্টটল
(b) ডারউইন
(c) মেলয়
(d) হার্ভে
উত্তর: D
প্রশ্ন:৬
যে অংশ দিয়ে ডান অলিন্দে রক্ত আসে তা হল—
(a) উর্ধ্ব মহাশিরা
(b) নিম্ন মহাশিরা
(c) সাইনাস ভেনােসাস
(d) উৰ্ব্ব ও নিম্ন মহাশিরা
উত্তর: D
প্রশ্ন:৭
নিউরােজেনিক হৃৎপিণ্ড নিম্নলিখিত কোন্ প্রাণীর দেহে থাকে ?
(a) ইঁদুর
(b) মানুষ
(c) নিম্নশ্রেণির মেরুদণ্ডী প্রাণী
(d) খরগোশ
উত্তর: C
প্রশ্ন:৮
নীচের কোনটিতে পেশির স্তর থাকে না ?
(a) ধমনি
(b) শিরা
(c) জালক
(d) ধমনিকা
উত্তর: C
প্রশ্ন:৯
কর্ডি টেনডনি যেখানে পাওয়া যায় সেটি হল—
(a) হৃৎপিণ্ডের অলিন্দ
(b) হৃৎপিণ্ডের নিলয়
(c) পায়ের অস্থি পেশি
(d) সেমিলিউনার কপাটিকা
উত্তর: B
প্রশ্ন:১০
হৃৎপিণ্ডের আবরণটি হল—
(a) এপিকার্ডিয়াম
(b) পেরিকার্ডিয়াম
(c) প্লুরা
(d) মায়ােকার্ডিয়াম
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৪[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৬[NEXT]
✶✶✶
Comments
Post a Comment