দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
বৃক্ক থেকে কোন্ কোন্ হরমােন নিঃসৃত হয়।
উত্তর:
এরিথ্রোপয়ােটিন ও প্রােস্টাগ্ল্যান্ডিন।
প্রশ্ন:২
রেনাল সাইনাস কী ?
উত্তর:
বৃক্কের পেলভিস অঞ্চলের সংকীর্ণ গহ্বর।
প্রশ্ন:৩
বৃক্কের স্তর দুটি কী কী ?
উত্তর:
প্রশ্ন:৪
ট্রাইগােন কী ?
উত্তর:
মূত্রাশয়ের ত্রিকোণাকার অংশবিশেষ।
প্রশ্ন:৫
বৃক্কের অবতল খাঁজকে কী বলে ?
উত্তর:
হাইলাম।
প্রশ্ন:৬
রেনিন বৃক্কের কোন্ অংশ থেকে ক্ষরিত হয় ?
উত্তর:
রেনিন বৃক্কের জাক্সটামেডালার কোশ থেকে নিঃসৃত হয়।
প্রশ্ন:৭
পােডােসাইট কোশ কোথায় থাকে ?
উত্তর:
ব্যোওম্যান ক্যাপসুলের ভিসেরাল স্তরে।
প্রশ্ন:৮
বৃক্কের কয়েকটি উৎপন্ন পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
অ্যামােনিয়া, হিপপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড ইত্যাদি।
প্রশ্ন:৯
রেনাল পিরামিড কোথায় থাকে ?
উত্তর:
রেনাল পিরামিড বৃক্কের মেডালায় থাকে।
প্রশ্ন:১০
এরিথ্রোপয়ােটিন কাজ কী ?
উত্তর:
RBC উৎপাদনে উদ্দীপনা জোগায়।

Comments
Post a Comment