পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত দুটি হরমােনের নাম লেখাে।
উত্তর:
GH, LTH।
প্রশ্ন:২
ভ্যাসােপ্রেসিন ক্ষরণকারী গ্রন্থির নাম লেখাে। এর দুটি প্রধান কাজ কী কী ?
উত্তর:
পিটুইটারি গ্রন্থি।
দেহে জলের সংরক্ষণ রক্তবাহের সংকোচন।
প্রশ্ন:৩
কীসের অভাবে বাহু, পা এবং নিম্ন চোয়ালের অস্থিসমূহ অতি দীর্ঘায়িত হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
ভ্যাসােপ্রেসিন কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তর:
হাইপােথ্যালামাস থেকে এবং সঞ্জিত হয় পশ্চাদ্ পিটুইটারিতে।
প্রশ্ন:৫
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস-এর α ও β কোশ থেকে কোন্ কোন্ হরমােন ক্ষরিত হয় ? তাদের কাজ কী ?
উত্তর:
α কোশ থেকে গ্লুকাগন ক্ষরিত হয় যা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে।
β কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয় যা রক্তে শর্করার মাত্রা হ্রাস করে।
প্রশ্ন:৬
পিটুইটারির অত্যধিক ক্রিয়ায় কোন্ অসুখ হয় ?
উত্তর:
শিশুদের জাইগ্যানটিজম (Gigantism) এবং প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি (Acromegaly)।
প্রশ্ন:৭
মানবদেহের একটি গ্রন্থির নাম লেখা যা পরিপাককারী উৎসেচক এবং হরমােন উভয় ক্ষরণ করে ?
উত্তর:
অগ্ন্যাশয়।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয় ?
উত্তর:
ভ্যাসােপ্রেসিন (ADH)।
প্রশ্ন:৯
ইস্ট্রোজেন ক্ষরণ প্রভাবিত করে যে হরমােন তার নাম লেখাে।
উত্তর:
FSH।
প্রশ্ন:১০
থাইরয়েড ফলিকল থেকে ক্ষরিত দুটি হরমােনের নাম লেখাে। হাইপােথাইরক্সিন-এর ফলে দুটি রােগের নাম লেখাে।
উত্তর:
থাইরক্সিন ও ক্যালশিটোনিন।
শিশুদের ক্রেটিনিজম এবং বড়ােদের মিক্সিডিমা।

Comments
Post a Comment