দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পেপসিন ও ট্রিপসিনের মাত্রা কত ?
উত্তর:
পেপসিন-pH 2.0 (অ্যাসিড), ট্রিপসিন-pH 8.3 (ক্ষারীয়)।
প্রশ্ন:২
লাইপেজের অ্যাকটিভেটর কী ?
উত্তর:
পিত্তলবণ।
প্রশ্ন:৩
উৎসেচকের মূল ধর্ম কী ?
উত্তর:
প্রশ্ন:৪
সরল প্রােটিন এনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
পেপসিন।
প্রশ্ন:৫
রেনিন-এর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি কী ?
উত্তর:
দুগ্ধ প্রােটিনের পরিপাকে সাহায্য করে।
প্রশ্ন:৬
উৎসেচকের অনুকূল উয়তা কত ?
উত্তর:
25°C-40°C।
প্রশ্ন:৭
ট্রিপসিনােজেনের অ্যাকটিভেটর কী ?
উত্তর:
এন্টারােকাইনেজ।
প্রশ্ন:৮
কে প্রথম ‘Enzyme' শব্দটি ব্যবহার করেন ?
উত্তর:
কুন (Kuhne-1878)।
প্রশ্ন:৯
পেপসিনােজেনের অ্যাকটিভেটর কী ?
উত্তর:
HCI.
প্রশ্ন:১০
পরম pH কী ?
উত্তর:
যে pH-এ উৎসেচক সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়, তাকে পরম pH বলে।

Comments
Post a Comment