দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্টির অনুপস্থিতিতে ফ্যাটের অবদ্রব সৃষ্টি (ইমালশিফিকেশন) হতে পারে না ?
(a) পিত্তরঞ্জক কণা
(b) পিওলবণ
(c) লাইপেজ
(d) অগ্ন্যাশয় রস
উত্তর: B
প্রশ্ন:২
শ্বেতসার যা দিয়ে মলটোজে পরিণত হয়, সেটি হল—
(a) ডায়াস্টেজ/অ্যামাইলেজ
(b) লাইপেজ
(c) ইনভারটেজ
(d) জাইমেজ
উত্তর: A
প্রশ্ন:৩
কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না ?
(a) পাকস্থলী
(b) যকৃৎ
(c) অগ্ন্যাশয়
(d) ডিওডিনাম
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ উৎসেচক প্রােটিন পরিপাককে শুরু করে ?
(a) পেপসিন
(b) অ্যামাইনাে পেপটাইডেজ
(c) ট্রিপসিন
(d) কার্বোক্সি পেপটাইডেজ
উত্তর: A
প্রশ্ন:৫
পিত্তরসের যে অংশটি পরিপাকের জন্য প্রয়ােজন সেটি হল—
(a) পিত্তলবণ
(b) পিত্তের ধাত্র
(c) পিত্তরঞ্জক কণা
(d) আগের সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৬
অ্যামাইলেজ দ্বারা শ্বেতসারের পরিপাক শেষ হয়—
(a) গ্রাসনালিতে
(b) মুখগহ্বরে
(c) পাকস্থলীতে
(d) ডিওডিনামে
উত্তর: D
প্রশ্ন:৭
বিলিরুবিন এবং বিলিভারডিন হল—
(a) উৎসেচক
(b) পিত্তরঞ্জক কণা
(c) পিত্তলবণ
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
স্তন্যপায়ী প্রাণীদেহে শ্বেতসারের পরিপাক শুরু হয়—
(a) পাকস্থলী থেকে
(b) মুখগহ্বর থেকে
(c) গ্রাসনালি থেকে
(d) ডিওডিনাম থেকে
উত্তর: B
প্রশ্ন:৯
মানুষ সেলুলােজ পাচিত করতে পারে না অথচ অন্যান্য তৃণভােজী প্রাণী এটি পারে, কারণ—
(a) তারা দাঁত দিয়ে সেলুলােজকে ভালােভাবে চর্বণ করে
(b) তৃণভােজী প্রাণীদের পাকস্থলীতে সেলুলােজ উৎসেচক থাকে
(c) এদের পৌষ্টিকনালিতে অবস্থিত ব্যাকটেরিয়া সেলুলােজকে পাচিত করে
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
কোনগুলি পিত্তলবণ ?
(a) বিলিরুবিন ও বিলিভারডিন
(b) হিমােগ্লোবিন এবং বিলিভারডিন
(c) বিলিরুবিন এবং হিমােগ্লোবিন
(d) সােডিয়াম গ্লাইকোলেট এবং সােডিয়াম টোরােকোলেট
উত্তর: D

Comments
Post a Comment