বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
প্যারােটিড গ্রন্থির অবস্থান ও কাজ উল্লেখ করাে।
উত্তর:
কানের নীচে ম্যান্ডিবল ও ম্যাসটয়েড প্রবর্দ্ধকের মধ্যবর্তী খাঁজের একদিকে বা উভয়দিকে অবস্থান করে।
কাজ— লালারস নিঃসরণ করা।
প্রশ্ন:২
অন্ত্রের কোন্ প্রবর্দ্ধক ক্ষুদ্রান্ত্রকে পশ্চাদবর্তী উদর গাত্রে সংলগ্ন করে রাখে ?
উত্তর:
মেসেন্ট্রি।
প্রশ্ন:৩
দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ?
উত্তর:
প্রশ্ন:৪
মাইক্রোভিলির সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি উল্লেখ করাে।
উত্তর:
মাইক্রোভিলি হল অন্ত্রের কোশসমূহের গাত্রে অবস্থিত ক্ষুদ্র প্রবর্দ্ধকসমূহ, যা খাদ্য শােষণের নিমিত্ত দেহতলের পরিমাণ বৃদ্ধি করে।
প্রশ্ন:৫
দুটি উৎসেচকের নাম লেখাে যা দেহে প্রােটিনের পরিপাকে সাহায্য করে।
উত্তর:
পেপসিন, ট্রিপসিন।
প্রশ্ন:৬
গ্যাসট্রোইনটেসটিনাল ট্রাক্ট-এর গাত্রে অবস্থিত নার্ভ জালকের কাজ কী ?
উত্তর:
এটি ট্রাকট-এর ক্ষরণ ও চলন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৭
কেন প্রােটিএজগুলি সাধারণত নিষ্ক্রিয়রূপে মুক্ত হয় ?
উত্তর:
অন্ত্রকে স্বপরিপাকের থেকে রক্ষা করে। একমাত্র খাদ্য যখন অন্ত্রে উপস্থিত থাকে, তখনই এটি সক্রিয় হয় ও প্রােটিন পরিপাক করে।
প্রশ্ন:৮
কোন্ ধরনের চলন G.I. tract এর মধ্য দিয়ে খাদ্যকে এগিয়ে নিয়ে যায় ?
উত্তর:
পেরিস্টলসিস বা ক্রমসংকোচন-প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহে ফ্যাটের পরিপাক কীভাবে হয় ?
উত্তর:
লাইপেজের ক্রিয়ায়।
প্রশ্ন:১০
পরিপাক ছাড়া লালারসের আর একটি কাজ লেখাে।
উত্তর:
ব্যাকটেরিয়া ধ্বংস করা।

Comments
Post a Comment