দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
প্যারােটিড গ্রন্থির অবস্থান ও কাজ উল্লেখ করাে।
উত্তর:
কানের নীচে ম্যান্ডিবল ও ম্যাসটয়েড প্রবর্দ্ধকের মধ্যবর্তী খাঁজের একদিকে বা উভয়দিকে অবস্থান করে।
কাজ— লালারস নিঃসরণ করা।
প্রশ্ন:২
অন্ত্রের কোন্ প্রবর্দ্ধক ক্ষুদ্রান্ত্রকে পশ্চাদবর্তী উদর গাত্রে সংলগ্ন করে রাখে ?
উত্তর:
মেসেন্ট্রি।
প্রশ্ন:৩
দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ?
উত্তর:
প্রশ্ন:৪
মাইক্রোভিলির সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি উল্লেখ করাে।
উত্তর:
মাইক্রোভিলি হল অন্ত্রের কোশসমূহের গাত্রে অবস্থিত ক্ষুদ্র প্রবর্দ্ধকসমূহ, যা খাদ্য শােষণের নিমিত্ত দেহতলের পরিমাণ বৃদ্ধি করে।
প্রশ্ন:৫
দুটি উৎসেচকের নাম লেখাে যা দেহে প্রােটিনের পরিপাকে সাহায্য করে।
উত্তর:
পেপসিন, ট্রিপসিন।
প্রশ্ন:৬
গ্যাসট্রোইনটেসটিনাল ট্রাক্ট-এর গাত্রে অবস্থিত নার্ভ জালকের কাজ কী ?
উত্তর:
এটি ট্রাকট-এর ক্ষরণ ও চলন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৭
কেন প্রােটিএজগুলি সাধারণত নিষ্ক্রিয়রূপে মুক্ত হয় ?
উত্তর:
অন্ত্রকে স্বপরিপাকের থেকে রক্ষা করে। একমাত্র খাদ্য যখন অন্ত্রে উপস্থিত থাকে, তখনই এটি সক্রিয় হয় ও প্রােটিন পরিপাক করে।
প্রশ্ন:৮
কোন্ ধরনের চলন G.I. tract এর মধ্য দিয়ে খাদ্যকে এগিয়ে নিয়ে যায় ?
উত্তর:
পেরিস্টলসিস বা ক্রমসংকোচন-প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহে ফ্যাটের পরিপাক কীভাবে হয় ?
উত্তর:
লাইপেজের ক্রিয়ায়।
প্রশ্ন:১০
পরিপাক ছাড়া লালারসের আর একটি কাজ লেখাে।
উত্তর:
ব্যাকটেরিয়া ধ্বংস করা।

Comments
Post a Comment