নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
প্যারােটিড গ্রন্থির অবস্থান ও কাজ উল্লেখ করাে।
উত্তর:
কানের নীচে ম্যান্ডিবল ও ম্যাসটয়েড প্রবর্দ্ধকের মধ্যবর্তী খাঁজের একদিকে বা উভয়দিকে অবস্থান করে।
কাজ— লালারস নিঃসরণ করা।
প্রশ্ন:২
অন্ত্রের কোন্ প্রবর্দ্ধক ক্ষুদ্রান্ত্রকে পশ্চাদবর্তী উদর গাত্রে সংলগ্ন করে রাখে ?
উত্তর:
মেসেন্ট্রি।
প্রশ্ন:৩
দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি ?
উত্তর:
প্রশ্ন:৪
মাইক্রোভিলির সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি উল্লেখ করাে।
উত্তর:
মাইক্রোভিলি হল অন্ত্রের কোশসমূহের গাত্রে অবস্থিত ক্ষুদ্র প্রবর্দ্ধকসমূহ, যা খাদ্য শােষণের নিমিত্ত দেহতলের পরিমাণ বৃদ্ধি করে।
প্রশ্ন:৫
দুটি উৎসেচকের নাম লেখাে যা দেহে প্রােটিনের পরিপাকে সাহায্য করে।
উত্তর:
পেপসিন, ট্রিপসিন।
প্রশ্ন:৬
গ্যাসট্রোইনটেসটিনাল ট্রাক্ট-এর গাত্রে অবস্থিত নার্ভ জালকের কাজ কী ?
উত্তর:
এটি ট্রাকট-এর ক্ষরণ ও চলন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৭
কেন প্রােটিএজগুলি সাধারণত নিষ্ক্রিয়রূপে মুক্ত হয় ?
উত্তর:
অন্ত্রকে স্বপরিপাকের থেকে রক্ষা করে। একমাত্র খাদ্য যখন অন্ত্রে উপস্থিত থাকে, তখনই এটি সক্রিয় হয় ও প্রােটিন পরিপাক করে।
প্রশ্ন:৮
কোন্ ধরনের চলন G.I. tract এর মধ্য দিয়ে খাদ্যকে এগিয়ে নিয়ে যায় ?
উত্তর:
পেরিস্টলসিস বা ক্রমসংকোচন-প্রসারণ।
প্রশ্ন:৯
মানবদেহে ফ্যাটের পরিপাক কীভাবে হয় ?
উত্তর:
লাইপেজের ক্রিয়ায়।
প্রশ্ন:১০
পরিপাক ছাড়া লালারসের আর একটি কাজ লেখাে।
উত্তর:
ব্যাকটেরিয়া ধ্বংস করা।
Comments
Post a Comment