দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রেটিনার কোন্ অংশে শুধুমাত্র কোন্ কোশ থাকে কিন্তু রড কোশ থাকে না ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:২
James Longley-এর অবদান লেখাে।
উত্তর:
ANS আবিষ্কার করেন।
প্রশ্ন:৩
গুরুমস্তিষ্কের কোন্ অংশটি সােমাস্থেটিক (somasthetic) অঞ্চল ?
উত্তর:
প্রশ্ন:৪
পাকস্থলীতে ভেগাস স্নায়ুকে অতি উত্তেজিত করলে কী হবে ?
উত্তর:
পাচক রস ক্ষরিত হবে এবং পাকস্থলীর পরিচলন বৃদ্ধি পাবে।
প্রশ্ন:৫
অন্তঃকর্ণের কোন্ তরলে ল্যাবাইরিন্থ (labyrinth) ভাসমান অবস্থায় থাকে ?
উত্তর:
পেরিলিম্ফ (perilymph)।
প্রশ্ন:৬
স্নায়ুকোশের জন্য থ্রেশােল্ড উদ্দীপনা কী ?
উত্তর:
সর্বনিম্ন উদ্দীপনা যা স্নায়ুকে উত্তেজিত করতে আবশ্যিক।
প্রশ্ন:৭
নিজল দানার অবস্থান লেখাে।
উত্তর:
নিউরােন বা স্নায়ুকোশ।
প্রশ্ন:৮
একটি ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা অক্ষিগােলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে ? এটি সেন্সর, মােটর না মিশ্র প্রকৃতির ?
উত্তর:
অ্যাবডুসেন্স স্নায়ু।
এটি মােটর স্নায়ু।
প্রশ্ন:৯
তারারন্ধ্রের কাজ কী ?
উত্তর:
চক্ষুতে আলাের প্রবেশ নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:১০
কর্ণের অসিকলের কাজ লেখাে।
উত্তর:
টিমপ্যানিক পর্দা থেকে ডিম্বাকার জানালা পর্যন্ত কম্পন প্রবাহিত করে।

Comments
Post a Comment