নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রেটিনার কোন্ অংশে শুধুমাত্র কোন্ কোশ থাকে কিন্তু রড কোশ থাকে না ?
উত্তর:
ফোভিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:২
James Longley-এর অবদান লেখাে।
উত্তর:
ANS আবিষ্কার করেন।
প্রশ্ন:৩
গুরুমস্তিষ্কের কোন্ অংশটি সােমাস্থেটিক (somasthetic) অঞ্চল ?
উত্তর:
প্রশ্ন:৪
পাকস্থলীতে ভেগাস স্নায়ুকে অতি উত্তেজিত করলে কী হবে ?
উত্তর:
পাচক রস ক্ষরিত হবে এবং পাকস্থলীর পরিচলন বৃদ্ধি পাবে।
প্রশ্ন:৫
অন্তঃকর্ণের কোন্ তরলে ল্যাবাইরিন্থ (labyrinth) ভাসমান অবস্থায় থাকে ?
উত্তর:
পেরিলিম্ফ (perilymph)।
প্রশ্ন:৬
স্নায়ুকোশের জন্য থ্রেশােল্ড উদ্দীপনা কী ?
উত্তর:
সর্বনিম্ন উদ্দীপনা যা স্নায়ুকে উত্তেজিত করতে আবশ্যিক।
প্রশ্ন:৭
নিজল দানার অবস্থান লেখাে।
উত্তর:
নিউরােন বা স্নায়ুকোশ।
প্রশ্ন:৮
একটি ক্রেনিয়াল স্নায়ুর নাম লেখাে যা অক্ষিগােলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে ? এটি সেন্সর, মােটর না মিশ্র প্রকৃতির ?
উত্তর:
অ্যাবডুসেন্স স্নায়ু।
এটি মােটর স্নায়ু।
প্রশ্ন:৯
তারারন্ধ্রের কাজ কী ?
উত্তর:
চক্ষুতে আলাের প্রবেশ নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:১০
কর্ণের অসিকলের কাজ লেখাে।
উত্তর:
টিমপ্যানিক পর্দা থেকে ডিম্বাকার জানালা পর্যন্ত কম্পন প্রবাহিত করে।
Comments
Post a Comment