নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
5 টি তরঙ্গের মধ্যে উর্ধ্বমুখী তরঙ্গ হল—
(a) PRT
(b) POR
(c) ST
(d) QRS
উত্তর: D
প্রশ্ন:২
সিস্টোলিক চাপের পরিমাণ কত ?
(a) 120 mm/Hg
(b) 80 mm/Hg
(c) 40 mm/Hg
(d) 20 mm/Hg
প্রশ্ন:৩
ECG-এর T তরঙ্গা কীসের পরিচায়ক ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়েছে তা বােঝায়
(b) এটি নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(c) এটি নিলয়ের সংকোচনের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: B
প্রশ্ন:৫
হৃৎপিণ্ডের তড়িৎবিভবের পরিবর্তনে দেহের উপরিতল থেকে যান্ত্রিক পদ্ধতিতে লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে—
(a) EEG
(b) EGK
(c) ECG
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
পালস প্রেশারের পরিমাণ কত ?
(a) 40 mm/Hg
(b) 120 mm/Hg
(c) 80 mm/Hg
(d) 100 mm/Hg
উত্তর: A
প্রশ্ন:৭
ECG-তে P তরঙ্গের গুরুত্ব কী ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়ে অলিন্দে ছড়িয়ে পড়েছে
(b) স্পন্দন নিলয়ে ছড়িয়ে পড়েছে
(c) নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৮
সিস্টোলিক প্রেশার ও ডায়াস্টোলিক প্রেশারের অন্তরফলকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: C
প্রশ্ন:৯
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: A
প্রশ্ন:১০
একটি স্বাভাবিক ECG-তে কী কী তরঙ্গ থাকে ?
(a) PQRST
(b) PQRS
(c) PQRSTU
(d) QRST
উত্তর: A

Comments
Post a Comment