প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
5 টি তরঙ্গের মধ্যে উর্ধ্বমুখী তরঙ্গ হল—
(a) PRT
(b) POR
(c) ST
(d) QRS
উত্তর: D
প্রশ্ন:২
সিস্টোলিক চাপের পরিমাণ কত ?
(a) 120 mm/Hg
(b) 80 mm/Hg
(c) 40 mm/Hg
(d) 20 mm/Hg
প্রশ্ন:৩
ECG-এর T তরঙ্গা কীসের পরিচায়ক ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়েছে তা বােঝায়
(b) এটি নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(c) এটি নিলয়ের সংকোচনের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: B
প্রশ্ন:৫
হৃৎপিণ্ডের তড়িৎবিভবের পরিবর্তনে দেহের উপরিতল থেকে যান্ত্রিক পদ্ধতিতে লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে—
(a) EEG
(b) EGK
(c) ECG
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
পালস প্রেশারের পরিমাণ কত ?
(a) 40 mm/Hg
(b) 120 mm/Hg
(c) 80 mm/Hg
(d) 100 mm/Hg
উত্তর: A
প্রশ্ন:৭
ECG-তে P তরঙ্গের গুরুত্ব কী ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়ে অলিন্দে ছড়িয়ে পড়েছে
(b) স্পন্দন নিলয়ে ছড়িয়ে পড়েছে
(c) নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৮
সিস্টোলিক প্রেশার ও ডায়াস্টোলিক প্রেশারের অন্তরফলকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: C
প্রশ্ন:৯
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: A
প্রশ্ন:১০
একটি স্বাভাবিক ECG-তে কী কী তরঙ্গ থাকে ?
(a) PQRST
(b) PQRS
(c) PQRSTU
(d) QRST
উত্তর: A

Comments
Post a Comment