বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
5 টি তরঙ্গের মধ্যে উর্ধ্বমুখী তরঙ্গ হল—
(a) PRT
(b) POR
(c) ST
(d) QRS
উত্তর: D
প্রশ্ন:২
সিস্টোলিক চাপের পরিমাণ কত ?
(a) 120 mm/Hg
(b) 80 mm/Hg
(c) 40 mm/Hg
(d) 20 mm/Hg
প্রশ্ন:৩
ECG-এর T তরঙ্গা কীসের পরিচায়ক ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়েছে তা বােঝায়
(b) এটি নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(c) এটি নিলয়ের সংকোচনের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: B
প্রশ্ন:৫
হৃৎপিণ্ডের তড়িৎবিভবের পরিবর্তনে দেহের উপরিতল থেকে যান্ত্রিক পদ্ধতিতে লিপিবদ্ধ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে—
(a) EEG
(b) EGK
(c) ECG
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
পালস প্রেশারের পরিমাণ কত ?
(a) 40 mm/Hg
(b) 120 mm/Hg
(c) 80 mm/Hg
(d) 100 mm/Hg
উত্তর: A
প্রশ্ন:৭
ECG-তে P তরঙ্গের গুরুত্ব কী ?
(a) স্পন্দন SA নােড থেকে উৎপন্ন হয়ে অলিন্দে ছড়িয়ে পড়েছে
(b) স্পন্দন নিলয়ে ছড়িয়ে পড়েছে
(c) নিলয়ের পুনঃসমবর্তন তরঙ্গের পরিচায়ক
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৮
সিস্টোলিক প্রেশার ও ডায়াস্টোলিক প্রেশারের অন্তরফলকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: C
প্রশ্ন:৯
হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে ?
(a) সিস্টোল
(b) ডায়াস্টোল
(c) পালস প্রেশার
(d) মিন্ প্রেশার
উত্তর: A
প্রশ্ন:১০
একটি স্বাভাবিক ECG-তে কী কী তরঙ্গ থাকে ?
(a) PQRST
(b) PQRS
(c) PQRSTU
(d) QRST
উত্তর: A

Comments
Post a Comment