মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
মানবদেহে রক্তের pH হ্রাস পেলে—
(a) শ্বাসকার্যের হার হ্রাস পাবে
(b) হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণের হার বৃদ্ধি পাবে
(c) হিমােগ্লোবিন থেকে O2 মুক্ত হওয়ার পরিমাণ হ্রাস পাবে
(d) কার্ডিয়াক আউটপুট হ্রাস পাবে
উত্তর: C
প্রশ্ন:২
শ্বাসকার্য হল—
(a) ফুসফুসে গ্যাসের আদানপ্রদান
(b) বায়ুপ্রকোষ্ঠে বায়ুর প্রবেশ
(c) বায়ু প্রকোষ্ঠ থেকে বায়ুর নিষ্কাশন
(d) উপরােক্ত সবগুলি
উত্তর: D
প্রশ্ন:৩
হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কী ?
(a) ট্রাইজেমিনাল
(b) অকিউলােমােটর
(c) ভেগাস
(d) ট্রকলিয়ার
উত্তর: C
প্রশ্ন:৪
রক্তে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড নিম্নলিখিত কোন্ রূপে বর্তমান ?
(a) কার্বন ডাইঅক্সাইড
(b) কার্বনিক অ্যাসিড
(c) কার্বন মনােক্সাইড
(d) হাইড্রোজেন কার্বনেট
উত্তর: D
প্রশ্ন:৫
ঋণাত্মক (-ve) বায়ু চাপযুক্ত শ্বাসকার্যে শ্বাসগ্রহণ ঘটে—
(a) গলা থেকে ফুসফুসে বলপূর্বক বাতাস প্রবেশের ফলে
(b) মধ্যচ্ছদার সংকোচনের ফলে
(c) পঞ্জরাস্থির পেশির প্রসারণের ফলে
(d) উদর পেশির সংকোচনের ফলে
উত্তর: B
প্রশ্ন:৬
পালমােনারি কৈশিকায় অক্সিজেন ব্যাপিত হওয়ার পরে O2 প্রবেশ করে — এবং সংযুক্ত হয় — এর সঙ্গে।
(a) অন্তঃকোশীয় তরল, লােহিত রক্তকোশ
(b) অন্তঃকোশীয় তরল, কার্বন ডাইঅক্সাইড
(c) লােহিত রক্তকোশ, হিমােগ্লোবিন
(d) লােহিত রক্তকোশ, কার্বন ডাইঅক্সাইড
উত্তর: C
প্রশ্ন:৭
গভীরতম শ্বাসগ্রহণের পর সর্বোচ্চ যে পরিমাণ বায়ু বলপূর্বক ত্যাগ করা হয় তাকে বলে—
(a) প্রবাহী বায়ু
(b) অবশিষ্ট বায়ু
(c) বায়ুধারকত্ব
(d) ফুসফুসের মােট বায়ুধারণ ক্ষমতা
উত্তর: C
প্রশ্ন:৮
স্বাভাবিক স্থিতাবস্থায় শ্বাসকার্যে শ্বাসগ্রহণ হল — এবং শ্বাসত্যাগ হল — ।
(a) নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়
(b) নিষ্ক্রিয়, সক্রিয়
(c) সক্রিয়, সক্রিয়
(d) সক্রিয়, নিষ্ক্রিয়
উত্তর: D
প্রশ্ন:৯
মানুষের সঙ্গে তুলনায় একটি সম আকারের জলচর স্তন্যপায়ীর আছে—
(a) কম রক্ত, অভিযােজন যা অক্সিজেন সঞ্চয়ে সাহায্য করে
(b) বড়াে ফুসফুস
(c) বড়াে প্লিহা
(d) রক্তে কম অক্সিজেনের উপস্থিতি
উত্তর: C
প্রশ্ন:১০
অন্তঃকোশীয় তরলের (যাতে পেশি কোশ নিমজ্জিত থাকে) সঙ্গে তুলনায় ধমনিতে যে রক্ত প্রবেশ করে, তার থাকে—
(a) উচ্চ Po2
(b) উচ্চ Pco2
(c) উচ্চ হাইড্রোজেনকার্বনেট ঘনত্ব
(d) নিম্ন pH
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৭[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৯[NEXT]
✶✶✶
Comments
Post a Comment