নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
পেশির মায়ােফিলামেন্ট—
(a) সারকোমিয়ার নামক প্রকোষ্ঠে সুসজ্জিত থাকে
(b) অ্যাকটিন ও মায়ােসিন প্রােটিন দ্বারা গঠিত
(c) পেশিতন্তুর সংকোচনের মূল উপাদান
(d) উপরিউক্ত সবকটি
উত্তর: D
প্রশ্ন:২
সরেখ পেশি সংকোচনে প্রথম ঘটে—
(a) ATP সম্পূর্ণরূপে ভেঙে যায়
(b) একটি স্নায়ু পেশিকে উত্তেজিত করে
(c) পেশি একটি স্নায়ুকে উত্তেজিত করে
(d) অস্থি সঞ্চালিত হবে
উত্তর: C
প্রশ্ন:৩
প্রতিটি পেশিতন্তু আবৃত থাকে নিম্নলিখিতটির দ্বারা—
(a) সারকোমিয়ার
(b) এন্ডােমাইসিয়াম
(c) পেরিমাইসিয়াম
(d) এপিমাইসিয়াম
উত্তর: B
প্রশ্ন:৪
ATP মায়ােসিন ক্রস ব্রিজে তাৎক্ষণিক শক্তি প্রদানের জন্য সঞ্ছিত থাকে। 5-6 মিনিট পরে এই শক্তি নিঃশেষিত হয় এবং এই অবস্থায় পেশিকে নিম্নলিখিত কোনটির উপর ATP উপাদানের জন্য নির্ভর করতে হয় ?
(a) ফসফোক্রিয়েটিন
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) অ্যাসিটাইল কোলিন
(d) পাইরুভিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ অস্থিসন্ধির সবথেকে বেশি গমন দেখা যায় ?
(a) বল ও সকেট
(b) পিভট
(c) হিঞ্জ
(d) ভাসমান পঞ্জরাস্থি
উত্তর: A
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের সম্পর্কে সঠিক নয় ?
(a) ডিস্কগুলি একে অপরের কাছে আসে
(b) নিউরােনের স্নায়ুসন্নিধি প্রান্তস্ফীতি থেকে অ্যাসিটাইলকোলিন এস্টারেস মুক্ত হয়
(c) মায়ােসিন ক্রস ব্রিজের ‘পাওয়ার স্ট্রোক’ (power stroke)-এর ফলে চলন হয়
(d) Ca++ আয়ন ও ATP পেশি সংকোচনের জন্য প্রয়ােজন
উত্তর: B
প্রশ্ন:৭
পেশি গঠনকারী উপচিতিমূলক স্টেরয়েড সম্বন্ধে আমরা বলতে পারি—
(a) আশঙ্কাহীনভাবে ব্যবহার করা যায়
(b) এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে যা উপকারী কার্যসমূহকে প্রশমিত করে
(c) পেশির ক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে
(d) b ও c উভয়
উত্তর: D
প্রশ্ন:৮
একটি পিভট অস্থিসন্ধি দেখা যায় নিম্নলিখিত দুটির মধ্যে—
(a) ক্ল্যাভিকল ও স্টারনাম
(b) রেডিয়াস ও আলনা
(c) স্ক্যাপুলা ও হিউমেরাস
(d) টিবিয়া ও ফিবিউলা
উত্তর: B
প্রশ্ন:৯
পেশিতন্তুর উপাদান সারকোলেমা নিম্নলিখিতভাবে ক্রিয়া করে—
(a) সংকোচী মায়ােফিলামেন্ট
(b) স্নায়ুসন্নিধির রাসায়নিক উপাদান
(c) মায়ােসিন-এর ক্রস ব্রিজ একক
(d) প্লাজমা পর্দা যা প্রতিটি কোশ আবৃত রাখে
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের ফলে ঘটে না ?
(a) তাপ উৎপাদন
(b) সঞ্চালন
(c) অ্যান্টিবডি উৎপাদন
(d) অঙ্গবিন্যাস নিয়ন্ত্রণ
উত্তর: C
Comments
Post a Comment