শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ব্যায়ামের সময় কঙ্কাল পেশির সংকোচনের ফলে রক্ত দ্রুতবেগে হৃৎপিণ্ডে ফিরে যায়। এর ফলে কি স্ট্রোক ভলিউম বৃদ্ধি পাবে ?
উত্তর:
কঙ্কাল পেশির পাম্প এন্ড ডায়াস্টোলিক ভলিউম (preload) বৃদ্ধি করে। ফলে স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়।
প্রশ্ন:২
কেন বিপাকীয় দিক দিয়ে সক্রিয় কলায় অধিক জালকতন্ত্র থাকে ?
উত্তর:
এরা O2 ব্যবহার করে এবং নিষ্ক্রিয় কলার তুলনায় অনেক দ্রুত বর্জ্য উৎপাদন করে।
প্রশ্ন:৩
ECG-তে দীর্ঘায়িত Q তরঙ্গ কী ইঙ্গিত করে ?
উত্তর:
প্রশ্ন:৪
হৃৎপেশি সংকোচনের সঙ্গে কোন্ কর্মপ্রক্রিয়া ভেনাস রিটার্নকে উদ্বুদ্ধ করে ?
উত্তর:
কঙ্কাল পেশি ও শ্বসন পাম্প।
প্রশ্ন:৫
কোন্ শব্দটি AV কপাটিকা বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
প্রথম শব্দ (S1)।
প্রশ্ন:৬
মহাধমনিতে গড় রক্তচাপ কত ?
উত্তর:
প্রায় 93 mmHg।
প্রশ্ন:৭
নিলয়ের ডায়াস্টোলের শেষে প্রতিটি নিয়ে কী পরিমাণ রক্ত থাকে ? এই পরিমাণকে কী বলে ?
উত্তর:
প্রায় 130 ml.
এন্ড-ডায়াস্টোলিক ভলিউম (End-diastolic volume)।
প্রশ্ন:৮
কোন্ রক্তবাহে রক্তপ্রবাহের গতিবেগ সর্বোচ্চ ?
উত্তর:
মহাধমনি (aorta) এবং ধমনিসমূহ।
প্রশ্ন:৯
ফিমােরাল (femoral) ও ফিমােরাল শিরার মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কোনটির চওড়া লুমেন আছে?
উত্তর:
ফিমােরাল ধমনি পুরু ফিমােরাল শিরার চওড়া লুমেন আছে।
প্রশ্ন:১০
হৃৎপিণ্ডের কোন্ অংশটিকে স্বতন্ত্র স্নায়ু বিদীর্ণ করেছে কিন্তু পরাস্বতন্ত্র স্নায়ু করেনি ?
উত্তর:
ভেন্ট্রিকিউলার মায়ােকার্ডিয়াম।

Comments
Post a Comment