ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ব্যায়ামের সময় কঙ্কাল পেশির সংকোচনের ফলে রক্ত দ্রুতবেগে হৃৎপিণ্ডে ফিরে যায়। এর ফলে কি স্ট্রোক ভলিউম বৃদ্ধি পাবে ?
উত্তর:
কঙ্কাল পেশির পাম্প এন্ড ডায়াস্টোলিক ভলিউম (preload) বৃদ্ধি করে। ফলে স্ট্রোক ভলিউম বৃদ্ধি পায়।
প্রশ্ন:২
কেন বিপাকীয় দিক দিয়ে সক্রিয় কলায় অধিক জালকতন্ত্র থাকে ?
উত্তর:
এরা O2 ব্যবহার করে এবং নিষ্ক্রিয় কলার তুলনায় অনেক দ্রুত বর্জ্য উৎপাদন করে।
প্রশ্ন:৩
ECG-তে দীর্ঘায়িত Q তরঙ্গ কী ইঙ্গিত করে ?
উত্তর:
প্রশ্ন:৪
হৃৎপেশি সংকোচনের সঙ্গে কোন্ কর্মপ্রক্রিয়া ভেনাস রিটার্নকে উদ্বুদ্ধ করে ?
উত্তর:
কঙ্কাল পেশি ও শ্বসন পাম্প।
প্রশ্ন:৫
কোন্ শব্দটি AV কপাটিকা বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
প্রথম শব্দ (S1)।
প্রশ্ন:৬
মহাধমনিতে গড় রক্তচাপ কত ?
উত্তর:
প্রায় 93 mmHg।
প্রশ্ন:৭
নিলয়ের ডায়াস্টোলের শেষে প্রতিটি নিয়ে কী পরিমাণ রক্ত থাকে ? এই পরিমাণকে কী বলে ?
উত্তর:
প্রায় 130 ml.
এন্ড-ডায়াস্টোলিক ভলিউম (End-diastolic volume)।
প্রশ্ন:৮
কোন্ রক্তবাহে রক্তপ্রবাহের গতিবেগ সর্বোচ্চ ?
উত্তর:
মহাধমনি (aorta) এবং ধমনিসমূহ।
প্রশ্ন:৯
ফিমােরাল (femoral) ও ফিমােরাল শিরার মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কোনটির চওড়া লুমেন আছে?
উত্তর:
ফিমােরাল ধমনি পুরু ফিমােরাল শিরার চওড়া লুমেন আছে।
প্রশ্ন:১০
হৃৎপিণ্ডের কোন্ অংশটিকে স্বতন্ত্র স্নায়ু বিদীর্ণ করেছে কিন্তু পরাস্বতন্ত্র স্নায়ু করেনি ?
উত্তর:
ভেন্ট্রিকিউলার মায়ােকার্ডিয়াম।

Comments
Post a Comment