নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অক্সিটোসিনের দুটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া লেখাে।
উত্তর:
জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিঃসরণ।
প্রশ্ন:২
কোন্ হরমােন FSH ও LH-এর ক্ষরণ হ্রাস করে ?
উত্তর:
টেস্টোস্টেরন LH-এর ক্ষরণ হ্রাস করে এবং ইনহিবিন FSH-এর ক্ষরণ হ্রাস করে।
প্রশ্ন:৩
PTH, ক্যালশিটোনিন ও ক্যালশিট্রায়লের প্রাথমিক টার্গেট কলা কী কী ?
উত্তর:
PTH— অস্থি ও বৃক্ক।
ক্যালশিটোনিন— অস্থি।
প্রশ্ন:৪
স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ও সংশ্লেষ কোন্ কোন্ হরমােন নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
সংশ্লেষ— প্রােল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রােজেস্টেরন; নিঃসরণ— অক্সিটোসিন।
প্রশ্ন:৫
হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছে এমন কোনাে ব্যক্তিকে প্রেডনােসিন (গ্লুকোকর্টিকয়েড) দেওয়া হয় যাতে তার প্রতিস্থাপিত অঙ্গকে তার দেহ বর্জন না করে। এক্ষেত্রে তার রক্তে ACTH ও CRH মাত্রা বৃদ্ধি না হ্রাস পাবে ?
উত্তর:
হ্রাস পাবে। কারণ ঋণাত্মক ফিডব্যাক হাসপ্রাপ্ত হয়।
প্রশ্ন:৬
ডিম্বাশয়ের কোন্ অংশ অন্তঃক্ষরা কলা ধারণ করে এবং কোন্ হরমােন ক্ষরণ করে ?
উত্তর:
ডিম্বাশয় ফলিকল ইস্ট্রোজেন ক্ষরণ করে এবং করপাস লিউটিয়াম থেকে প্রােজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন ও ইনহিবিন ক্ষরিত হয়।
প্রশ্ন:৭
কোন্ হরমােন প্রাথমিক অবস্থায় গর্ভাবস্থার পরীক্ষার ভিত্তিরূপে কাজ করে ?
উত্তর:
হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG)।
প্রশ্ন:৮
অগ্ন্যাশয় ও বৃক্কের নিরিখে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখাে।
উত্তর:
রেট্রোপেরিটোনিয়াল (Retroperitorneal) স্থানে বৃক্কের কিছুটা ওপরে কিন্তু অগ্ন্যাশয়ের সঙ্গে একই সমান্তরাল তলে এটি অবস্থান করে।
প্রশ্ন:৯
রক্তে ক্যালশিয়ামের মাত্রা বৃদ্ধি পেলে কোন্ হরমােন মুক্ত হয় ?
উত্তর:
ক্যালশিটোনিন।
প্রশ্ন:১০
অগ্ন্যাশয় অন্তঃক্ষরা না বহিঃক্ষরা গ্রন্থি ?
উত্তর:
উভয়ই।
Comments
Post a Comment