দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অক্সিটোসিনের দুটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া লেখাে।
উত্তর:
জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিঃসরণ।
প্রশ্ন:২
কোন্ হরমােন FSH ও LH-এর ক্ষরণ হ্রাস করে ?
উত্তর:
টেস্টোস্টেরন LH-এর ক্ষরণ হ্রাস করে এবং ইনহিবিন FSH-এর ক্ষরণ হ্রাস করে।
প্রশ্ন:৩
PTH, ক্যালশিটোনিন ও ক্যালশিট্রায়লের প্রাথমিক টার্গেট কলা কী কী ?
উত্তর:
PTH— অস্থি ও বৃক্ক।
ক্যালশিটোনিন— অস্থি।
প্রশ্ন:৪
স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ও সংশ্লেষ কোন্ কোন্ হরমােন নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
সংশ্লেষ— প্রােল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রােজেস্টেরন; নিঃসরণ— অক্সিটোসিন।
প্রশ্ন:৫
হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছে এমন কোনাে ব্যক্তিকে প্রেডনােসিন (গ্লুকোকর্টিকয়েড) দেওয়া হয় যাতে তার প্রতিস্থাপিত অঙ্গকে তার দেহ বর্জন না করে। এক্ষেত্রে তার রক্তে ACTH ও CRH মাত্রা বৃদ্ধি না হ্রাস পাবে ?
উত্তর:
হ্রাস পাবে। কারণ ঋণাত্মক ফিডব্যাক হাসপ্রাপ্ত হয়।
প্রশ্ন:৬
ডিম্বাশয়ের কোন্ অংশ অন্তঃক্ষরা কলা ধারণ করে এবং কোন্ হরমােন ক্ষরণ করে ?
উত্তর:
ডিম্বাশয় ফলিকল ইস্ট্রোজেন ক্ষরণ করে এবং করপাস লিউটিয়াম থেকে প্রােজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন ও ইনহিবিন ক্ষরিত হয়।
প্রশ্ন:৭
কোন্ হরমােন প্রাথমিক অবস্থায় গর্ভাবস্থার পরীক্ষার ভিত্তিরূপে কাজ করে ?
উত্তর:
হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG)।
প্রশ্ন:৮
অগ্ন্যাশয় ও বৃক্কের নিরিখে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখাে।
উত্তর:
রেট্রোপেরিটোনিয়াল (Retroperitorneal) স্থানে বৃক্কের কিছুটা ওপরে কিন্তু অগ্ন্যাশয়ের সঙ্গে একই সমান্তরাল তলে এটি অবস্থান করে।
প্রশ্ন:৯
রক্তে ক্যালশিয়ামের মাত্রা বৃদ্ধি পেলে কোন্ হরমােন মুক্ত হয় ?
উত্তর:
ক্যালশিটোনিন।
প্রশ্ন:১০
অগ্ন্যাশয় অন্তঃক্ষরা না বহিঃক্ষরা গ্রন্থি ?
উত্তর:
উভয়ই।

Comments
Post a Comment