নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থলে যে কপাটিকা থাকে সেটি হল—
(a) বাইকাসপিড
(b) মাইট্রাল
(c) ট্রাইকাসপিড
(d) সেমিলিউনার
উত্তর: C
প্রশ্ন:২
কৃত্রিম পেসমেকার দেহে লাগানাে যায় যে ত্রুটি সংশােধনের জন্য তা হল—
(a) SA নোড
(b) AV নোড
(c) মাইট্রাল কপাটিকা
(d) পারকিনজি তন্তু
উত্তর: A
প্রশ্ন:৩
স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে কোন্ কপাটিকা ঠেলে রক্ত ডান নিলয়ে যায় ?
(a)বাইকাসপিড
(b) ট্রাইকাসপিড
(c) সেমিলিউনার
(d) মাইট্রাল
উত্তর: B
প্রশ্ন:৪
পারকিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায়—
(a) অলিন্দে
(b) নিলয়ে
(c) হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে
(d) সরেখ পেশিতে
উত্তর: B
প্রশ্ন:৫
সবচেয়ে কম পরিমাণ CO2 পরিবহণ করে যে রক্তবাহ—
(a) ফুসফুসীয় ধমনি
(b) ফুসফুসীয় শিরা
(c) মহাশিরা
(d) হেপাটিক শিরা
উত্তর: B
প্রশ্ন:৬
ছন্দ-নিয়ামক যা ঘটায় তা হল—
(a) হৃৎস্পন্দন
(b) হৃৎস্পন্দনের ব্যাঘাত
(c) ক্ষুধার অনুভূতি
(d) পেশির অবক্ষেপ
উত্তর: A
প্রশ্ন:৭
মাইট্রাল কপাটিকার অপর নাম—
(a) বাইকাসপিড
(b) ট্রাইকাসপিড
(c) সেমিলিউনার কপাটিকা
(d) হেমােসিয়াল কপাটিকা
উত্তর: A
প্রশ্ন:৮
SA নােড থাকে—
(a) বাম অলিন্দের নিম্নপার্শ্ব প্রাচীরে
(b) বাম অলিন্দের ঊর্ধ্বপার্শ্ব প্রাচীরে
(c) ডান অলিন্দের ঊর্ধ্বপার্শ্ব প্রাচীরে
(d) ডান অলিন্দের নিম্নপার্শ্ব প্রাচীরে
উত্তর: C
প্রশ্ন:৯
হৃৎস্পন্দন উৎপত্তির স্থান—
(a) ছন্দ-নিয়ামক
(b) ডান নিলয়
(c) বাম অলিন্দ
(d) হৃদপেশি
উত্তর: A
প্রশ্ন:১০
বাইকাসপিড কপাটিকা যুক্ত রাখে—
(a) বাম অলিন্দ ও ডান নিলয়
(b) ডান অলিন্দ ও বাম নিলয়
(c) বাম অলিন্দ ও বাম নিলয়
(d) ডান অলিন্দ ও ডান নিলয়
উত্তর: C
Comments
Post a Comment