দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থলে যে কপাটিকা থাকে সেটি হল—
(a) বাইকাসপিড
(b) মাইট্রাল
(c) ট্রাইকাসপিড
(d) সেমিলিউনার
উত্তর: C
প্রশ্ন:২
কৃত্রিম পেসমেকার দেহে লাগানাে যায় যে ত্রুটি সংশােধনের জন্য তা হল—
(a) SA নোড
(b) AV নোড
(c) মাইট্রাল কপাটিকা
(d) পারকিনজি তন্তু
উত্তর: A
প্রশ্ন:৩
স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের ডান অলিন্দ থেকে কোন্ কপাটিকা ঠেলে রক্ত ডান নিলয়ে যায় ?
(a)বাইকাসপিড
(b) ট্রাইকাসপিড
(c) সেমিলিউনার
(d) মাইট্রাল
উত্তর: B
প্রশ্ন:৪
পারকিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায়—
(a) অলিন্দে
(b) নিলয়ে
(c) হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে
(d) সরেখ পেশিতে
উত্তর: B
প্রশ্ন:৫
সবচেয়ে কম পরিমাণ CO2 পরিবহণ করে যে রক্তবাহ—
(a) ফুসফুসীয় ধমনি
(b) ফুসফুসীয় শিরা
(c) মহাশিরা
(d) হেপাটিক শিরা
উত্তর: B
প্রশ্ন:৬
ছন্দ-নিয়ামক যা ঘটায় তা হল—
(a) হৃৎস্পন্দন
(b) হৃৎস্পন্দনের ব্যাঘাত
(c) ক্ষুধার অনুভূতি
(d) পেশির অবক্ষেপ
উত্তর: A
প্রশ্ন:৭
মাইট্রাল কপাটিকার অপর নাম—
(a) বাইকাসপিড
(b) ট্রাইকাসপিড
(c) সেমিলিউনার কপাটিকা
(d) হেমােসিয়াল কপাটিকা
উত্তর: A
প্রশ্ন:৮
SA নােড থাকে—
(a) বাম অলিন্দের নিম্নপার্শ্ব প্রাচীরে
(b) বাম অলিন্দের ঊর্ধ্বপার্শ্ব প্রাচীরে
(c) ডান অলিন্দের ঊর্ধ্বপার্শ্ব প্রাচীরে
(d) ডান অলিন্দের নিম্নপার্শ্ব প্রাচীরে
উত্তর: C
প্রশ্ন:৯
হৃৎস্পন্দন উৎপত্তির স্থান—
(a) ছন্দ-নিয়ামক
(b) ডান নিলয়
(c) বাম অলিন্দ
(d) হৃদপেশি
উত্তর: A
প্রশ্ন:১০
বাইকাসপিড কপাটিকা যুক্ত রাখে—
(a) বাম অলিন্দ ও ডান নিলয়
(b) ডান অলিন্দ ও বাম নিলয়
(c) বাম অলিন্দ ও বাম নিলয়
(d) ডান অলিন্দ ও ডান নিলয়
উত্তর: C

Comments
Post a Comment