মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ক্ষুদ্রান্ত্রের ভিলাই-এর প্রধান কাজ হল—
(a) বিপরীত ক্রমসংকোচন বিচলনকে বাধা দেয়
(b) ক্রমসংকোচন বিচলনকে উদ্দীপিত করে
(c) শােষণ তলের বৃদ্ধি ঘটায়
(d) পরিপাক উৎসেচককে ঠিকমতাে বণ্টন করে
উত্তর: D
প্রশ্ন:২
অন্ত্রনালির প্রাচীরের বিচলনকে কী বলে ?
(a) ডায়াস্টোল
(b) সিস্টোল
(c) মেটাক্রোনাল
(d) ক্রমসংকোচন
উত্তর: D
প্রশ্ন:৩
ক্রিপটস অব্ লিবারকুন কোথায় থাকে ও কী ক্ষরণ করে ?
(a) পাকস্থলীতে থাকে এবং লঘু HCI ক্ষরণ করে
(b) ক্ষুদ্রান্ত্রে থাকে এবং আন্ত্রিক রস ক্ষরণ করে
(c) অগ্ন্যাশয় গ্রন্থিতে থাকে এবং অগ্ন্যাশয় রস ক্ষরণ করে
(d) পাকস্থলীতে থাকে এবং ট্রিপসিন ক্ষরণ করে
উত্তর: B
প্রশ্ন:৪
পূর্ণবয়স্ক লােকের দন্তসংকেত—
(a) 2114/2114
(b) 2122/2122
(c) 2123/2123
(d) 2113/2113
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্টি লালাগ্রন্থি ?
(a) অশ্রুগ্রন্থি
(b) সাবলিঙ্গুয়াল গ্রন্থি
(c) ব্রুনার গ্রন্থি
(d) অ্যাড্রিনাল গ্রন্থি
উত্তর: B
প্রশ্ন:৬
উভয় দাঁতের চূড়া এবং দাঁতের মূল যে শক্ত অস্থিময় পদার্থ দিয়ে আবৃত থাকে সেটি হল—
(a) অস্থিময় সকেট
(b) ডেন্টাইন
(c) এনামেল
(d) সিমেন্টাম
উত্তর: B
প্রশ্ন:৭
কোন্টি লালাগ্রন্থি নয় ?
(a) সাবম্যাক্সিলারি
(b) প্যারােটিড
(c) সাবলিঙ্গুয়াল
(d) অশ্রুগ্রন্থি
উত্তর: D
প্রশ্ন:৮
অক্সিনটিক কোশের অবস্থান হল—
(a) বৃক্ক—রেনিন (Renin) ক্ষরণ করে
(b) আইলেটস অব্ ল্যাঙ্গারহান্স–ইনসুলিন ক্ষরণ করে
(c) পাকস্থলীর আবরণী কলা—HCl ক্ষরণ করে
(d) পাকস্থলীর আবরণী কলা—পেপসিন ক্ষরণ করে
উত্তর: C
প্রশ্ন:৯
ক্ষুদ্রান্ত্রে অবস্থিত পেয়ার্স প্যাচ হল—
(a) লসিকা কলা
(b) আবরণী কলা
(c) গ্রন্থিময় কলা
(d) রক্তকোশ উৎপাদনকারী কলা
উত্তর: A
প্রশ্ন:১০
দাঁতে সব থেকে শক্ত উপাদানটি হল—
(a) ডেন্টাইন
(b) অস্থি
(c) এনামেল
(d) মজ্জা
উত্তর: C
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ২[NEXT]
✶✶✶
Comments
Post a Comment