নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করলে—
(a) অশ্রুক্ষরণ বাড়ে
(b) ঘর্মক্ষরণ বাড়ে
(c) লালারসের ক্ষরণ কম হয়
(d) আগের সবকটিই ঘটে
উত্তর: C
প্রশ্ন:২
প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর প্রান্ত থেকে নিঃসৃত হয়—
(a) ডােপামাইন
(b) অ্যাসিটাইলকোলিন
(c) নর-অ্যাড্রিনালিন
(d) অ্যাড্রিনালিন
উত্তর: B
প্রশ্ন:৩
অভ্যাসনির্ভর/সাপেক্ষ প্রতিবর্তের একটি উদাহরণ হল—
(a) বৃষ্টি হলে বাড়ির ভিতরে দৌড়ে আসা
(b) ঠান্ডায় হাঁচি হওয়া
(c) গরম বস্তুতে ছোঁয়া লাগলে হাত সরে আসা
(d) প্যাভলভের পর্যবেক্ষণ অনুযায়ী কুকুরের রুটি দেখে লালার ক্ষরণ ঘটা
উত্তর: D
প্রশ্ন:৪
একটি নিউরােনের অ্যাক্সন এবং অন্য একটি নিউরােনের ডেনড্রাইটের মধ্যে সংযােগকে বলে—
(a) সাইন্যাপস্
(b) সাইন্যাপসিস
(c) সেতু
(d) সংযােগস্থল
উত্তর: A
প্রশ্ন:৫
কোনটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ নয় ?
(a) হাঁচি
(b) হাইতোলা
(c) কাশি
(d) কাঁদা
উত্তর: D
প্রশ্ন:৬
প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র—
(a) হৃৎস্পন্দনের হারকে বাড়ায়
(b) চোখের তারারকে প্রসারিত করে
(c) লালার ক্ষরণে উদ্দীপিত করে
(d) যকৃৎ থেকে শর্করা নির্গত করে
উত্তর: C
প্রশ্ন:৭
কোনটি প্রতিবর্ত চাপের সঠিক পথ ?
(a) আঙুলে পিন ফোটানাে→চেষ্টীয় স্নায়ু→লঘুমস্তিষ্ক→সংজ্ঞাবহ স্নায়ু→আঙুলের পেশি
(b) আঙুলে পিন ফোটানাে→সংজ্ঞাবহ স্নায়ু→সুষুম্নাকাণ্ড→চেষ্টীয় স্নায়ু→আঙুলের পেশি
(c) আঙুলে পিন ফোটানাে→সংজ্ঞাবহ স্নায়ু→লঘুমস্তিষ্ক→চেষ্টীয় স্নায়ু→আঙুলের পেশি
(d) আঙুলে পিন ফোটানাে→সংজ্ঞাবহ স্নায়ু→মেডালা→চেষ্টীয় স্নায়ু→বাহুর পেশি
উত্তর: B
প্রশ্ন:৮
প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু নীচের কোন্ কাজটির সঙ্গে যুক্ত নয় ?
(a) জনন অঙ্গগুলির উদ্দীপনা
(b) লালার ক্ষরণ
(c) তারারন্ধ্রের প্রসারণ
(d) অন্ত্রের ক্রমসংকোচন
উত্তর: C
প্রশ্ন:৯
নীচের কোনটি হৃৎস্পন্দন হারকে কমায় ?
(a) সিমপ্যাথেটিকতন্ত্র
(b) প্যারাসিমপ্যাথেটিকতন্ত্র
(c) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(d) প্রতিবর্ত চাপ
উত্তর: B
প্রশ্ন:১০
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটি উদাহরণ হল—
(a) তারারন্দ্রীয় প্রতিবর্ত
(b) খাদ্যের গলাধঃকরণ
(c) ক্ষুদ্রান্ত্রের ক্রমসংকোচন
(d) জানুক্ষেপ হাঁটু ঝাঁকুনি প্রতিবর্তের সাড়া
উত্তর: C
Comments
Post a Comment