দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
একটি মিশ্র গ্রন্থির নাম লেখাে।
উত্তর:
অগ্ন্যাশয়।
প্রশ্ন:২
পুং ও স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্যকারী হরমােন দুটির নাম লেখাে।
উত্তর:
টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন।
প্রশ্ন:৩
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমােনের নাম লেখাে।
উত্তর:
প্রশ্ন:৪
একটি ব্যাঙাচির দেহে থাইরক্সিন প্রবেশ করালে কী ঘটবে ?
উত্তর:
মেটামরফোসিস (metamorphosis) ত্বরান্বিত হবে।
প্রশ্ন:৫
বাচ্চা প্রসবের পরে কোন্ হরমোেনর প্রভাবে দুগ্ধ নিঃসরণ হয় ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৬
গর্ভাবস্থার পূর্বে কোন্ হরমােনের প্রভাবে স্ত্রীদেহে গৌণ যৌনাঙ্গগুলি বৃদ্ধি পায় ?
উত্তর:
প্রােজেস্টেরন।
প্রশ্ন:৭
মানবদেহে দেখা যায় এমন দুটি ‘ইন্টিগ্রেটিং তন্ত্র’ (Integrating system)-এর নাম লেখাে।
উত্তর:
হরমােনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র।
প্রশ্ন:৮
বাচ্চা প্রসবে কোন্ হরমােন সাহায্য করে ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৯
কোনটি আপদকালীন হরমোন ?
উত্তর:
অ্যাড্রিনালিন।
প্রশ্ন:১০
কীসের প্রভাবে অ্যাক্রোমেগালি হয় ?
উত্তর:
অগ্র পিটুইটারির অধিক সক্রিয়তা।

Comments
Post a Comment