দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রক্তবাহের অন্তর্গাত্র কোন্ ধরনের কলা গঠন করে ?
উত্তর:
আঁইশাকার আবরণী কলা।
প্রশ্ন:২
কোন্ কপাটিকা হৃৎপিণ্ডের ডায়াস্টোলের সময় বন্ধ হয় ?
উত্তর:
অর্ধচন্দ্রাকার কপাটিকা।
প্রশ্ন:৩
হৃদ উদ্দীপনা কোথায় উৎপন্ন হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
একটি সম্পূর্ণ হৃৎস্পন্দনের ধাপগুলি লেখাে।
উত্তর:
অলিন্দের সিস্টোল→অলিন্দের ডায়াস্টোল→নিলয়ের সিস্টোল→নিলয়ের ডায়াস্টোল।
প্রশ্ন:৫
রক্তচাপ পরিমাপকারী যন্ত্রটির নাম লেখাে।
উত্তর:
স্ফিগমোম্যানোমিটার (sphygmomanometer)।
প্রশ্ন:৬
মানব হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠের মধ্যে কোনটির সবথেকে মােটা প্রাচীর আছে ?
উত্তর:
বাম নিলয়।
প্রশ্ন:৭
হৃৎচক্রের কোন্ দশায় দুটি অলিন্দ ও দুটি নিলয় একই সঙ্গে প্রসারিত হয় ?
উত্তর:
যুগ্ম ডায়াস্টোল।
প্রশ্ন:৮
মায়ােজেনিক তৃৎপিণ্ডের ডান অলিন্দে অবস্থিত পেশিগুলির নাম লেখাে যা হৃৎস্পন্দন উৎপন্ন করে ?
উত্তর:
হৃৎপেশি নিজেই।
প্রশ্ন:৯
ফুসফুসীয় শিরার সঙ্গে অন্য শিরার পার্থক্য কোথায় ?
উত্তর:
ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে O2-যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। কিন্তু অন্যান্য শিরা O2 বিহীন রক্ত পরিবহণ করে।
প্রশ্ন:১০
পালস্ কী ? কোথা থেকে মাপা হয় ?
উত্তর:
নিলয় ও ধমনির প্রসারণের ফলে প্রসারিত রক্তের তরঙ্গ।
হাতের কবজির রেডিয়াল ধমনি থেকে মাপা যায়।

Comments
Post a Comment