দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
পেপসিনােজেন যেটি দিয়ে সক্রিয় হয় তা হল—
(a) ট্রিপসিন
(b) কাইমােট্রিপসিন
(c) HCl
(d) পেপসিন
উত্তর: C
প্রশ্ন:২
সাক্কাস এন্টেরিকাস হল—
(a) আন্ত্রিক রস
(b) অম্বিত যে-কোনাে ফোলা অংশ
(c) ইলিয়াম এবং মলাশয়ের মধ্যবর্তী ফোলা অংশ
(d) ভামিফর্ম অ্যাপেন্ডিক্স
উত্তর: A
প্রশ্ন:৩
অগ্ন্যাশয় রসে কোনটি থাকে না ?
(a) পেপসিনােজেন
(b) ট্রিপসিনােজেন
(c) কাইমােট্রিপসিনােজেন
(d) লাইপেজ
উত্তর: A
প্রশ্ন:৪
পিত্ত উৎপন্ন হয়—
(a) রক্তে
(b) যকৃতে
(c) প্লিহাতে
(d) পিত্তথলিতে
উত্তর: B
প্রশ্ন:৫
রেননিন (Rennin) থাকে—
(a) আন্ত্রিক রসে
(b) পাকস্থলীয় রসে
(c) পিত্তরসে
(d) অগ্ন্যাশয় রসে
উত্তর: B
প্রশ্ন:৬
অন্ত্রের pH হল—
(a) 2.5-4.5
(b) 8.0
(c) 8.5-9.0
(d) 7.0
উত্তর: B
প্রশ্ন:৭
উৎসেচক ল্যাকটেজ থাকে—
(a) অগ্ন্যাশয় রসে
(b) লালারসে
(c) আন্ত্রিক রসে
(d) পাকস্থলী রসে
উত্তর: C
প্রশ্ন:৮
পাকস্থলীয় (পাচক) রসে থাকে—
(a) পেপসিন, লাইপেজ এবং রেননিন
(b) ট্রিপসিন, লাইপেজ এবং পেপসিন
(c) ট্রিপসিন, লাইপেজ এবং রেননিন
(d) ট্রিপসিন, পেপসিন এবং রেননিন
উত্তর: A
প্রশ্ন:৯
ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হওয়ার স্থান—
(a) যকৃৎ
(b) ডিওডিনাম
(c) অগ্ন্যাশয়
(d) পাকস্থলী
উত্তর: C
প্রশ্ন:১০
পাকস্থলীর pH হল—
(a) 7.6 থেকে 8.6
(b) 7.2 থেকে 8.2
(c) 1.5 থেকে 2.0
(d) 6.0 থেকে 7.2
উত্তর: C

Comments
Post a Comment