দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি পেশি সংকোচনের সঙ্গে সম্পর্কিত নয় ?
(a) ক্রিয়েটিন ফসফোকাইনেজ
(b) ট্রোপােনিন
(c) ক্যালশিয়াম আয়ন
(d) উপরিউক্ত সবগুলি পেশি সংকোচনের সঙ্গে যুক্ত
উত্তর: D
প্রশ্ন:২
প্যারাথরমােনের অভাব কী হয় ?
(a) রক্তে ক্যালশিয়ামের পরিমাণ বৃদ্ধি
(b) রক্তে ক্যালশিয়ামের পরিমাণ হ্রাস
(c) গলগণ্ড
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৩
গ্রেভের পীড়া হওয়ার কারণ হল—
(a) থাইমাসের স্বল্পসক্রিয়তা
(b) থাইমাসের অতিসক্রিয়তা
(c) থাইরয়েডের অতিসক্রিয়তা
(d) থাইরয়েডের স্বল্পসক্রিয়তা
উত্তর: C
প্রশ্ন:৪
পেশি সংকোচনের সময় নিম্নলিখিত কোনটি ঘটে ?
(a) ATP হ্রাসের ফলে অক্সিজেন মুক্ত হয়
(b) Z লাইন একে অপরের কাছে আসে
(c) মায়ােসিন তন্তু অ্যাকটিন তন্তুর উপর পিছলে যায়
(d) পেশিতন্তু প্রসারিত হয়
উত্তর: B
প্রশ্ন:৫
কশেরুকায় অ্যাটলাস ও অ্যাক্সিস অবস্থান করে—
(a) সারভাইক্যাল
(b) থােরাসিক
(c) লাম্বার
(d) ককসিজিয়াল
উত্তর: A
প্রশ্ন:৬
কোন্ হরমােনের অভাবে রক্তমােক্ষণকাল অধিক হয় এবং রক্ততঞ্জনকাল বিলম্বিত হয় ?
(a) নর-অ্যাড্রিনালিন
(b) অ্যাড্রিনালিন
(c) প্যারাথরমােন
(d) থাইরক্সিন
উত্তর: C
প্রশ্ন:৭
হিউমেরাস অস্থি উপস্থিত থাকে—
(a) ঊর্ধ্ববাহু
(b) নিম্নবাহু
(c) নিম্ন চোয়াল
(d) থাই
উত্তর: A
প্রশ্ন:৮
ইনসুলিনের অভাবে ঘটে—
(a) গলগণ্ড
(b) ডায়াবেটিস ইনসিপিডাস/বহুমূত্র
(c) ডায়াবেটিস মেলিটাস/মধুমেহ
(d) সবগুলিই
উত্তর: C
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটিতে সিগময়েড নচ আছে ?
(a) রেডিয়াস-আলনা
(b) হিউমেরাস
(c) টিবিয়া-ফিবিউলা
(d) ফিমার
উত্তর: A
প্রশ্ন:১০
অ্যাডিসনের রােগ কোন্ হরমােনের কম ক্ষরণের ফলে হয় ?
(a) অ্যাড্রিনালিন
(b) কর্টিকয়েড
(c) ইনসুলিন
(d) ACTH
উত্তর: B

Comments
Post a Comment