মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটির ওপর হিমােগ্লাবিন কর্তৃক অক্সিজেন যুক্ত হওয়া এবং দেহকোশ কর্তৃক এর ব্যবহার নির্ভরশীল নয় ?
(a) দেহ কলাকোশের নিম্ন Po2
(b) কলা কৈশিকায় রক্তের ক্ষারকীয় pH
(c) ATP-র উপস্থিতি
(d) উপরােক্ত সবকটি হিমােগ্লোবিন থেকে O2 মুক্ত হতে সাহায্য করে
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ পর্যায়ক্রমটি প্রশ্বাসকে ব্যাখ্যা করে ?
(a) মধ্যচ্ছদা এবং বহিস্থ ইন্টারকস্টালের সংকোচন→বক্ষগহ্বরের প্রসারণ→বক্ষগহ্বর এবং অ্যালভিওলাসের চাপ হ্রাস
(b) মধ্যচ্ছদা এবং বহিস্থ ইন্টারকস্টালের প্রসারণ→বক্ষগহ্বরের সংকোচন→বক্ষগহ্বর এবং অ্যালভিওলাসের চাপ বৃদ্ধি
(c) মধ্যচ্ছদা এবং বহিস্থ ইন্টারকস্টালের প্রসারণ→বক্ষগহ্বরের প্রসারণ→বক্ষগহ্বর এবং অ্যালভিওলাসের চাপ বৃদ্ধি
(d) মধ্যচ্ছদা এবং বহিথ ইন্টারকস্টালের সংকোচন→বক্ষগহ্বরের সংকোচন→বক্ষগহ্বর এবং অ্যালভিওলাসের চাপ হ্রাস
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ রূপে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড মেরুদণ্ডী প্রাণীদেহে রক্তে প্রবাহিত হয় না ?
(a) অক্সিহিমােগ্লোবিন
(b) হাইড্রোজেন কার্বনেট আয়ন
(c) রক্তরসে দ্রবীভূত হয়ে
(d) এরিথ্রোপয়েটিন
উত্তর: D
প্রশ্ন:৪
রক্তে হিমােগ্লোবিনের সঙ্গে O2-এর সংযুক্তি বৃদ্ধি পায়—
(a) রক্তে O2-এর ঘনত্ব বৃদ্ধির ফলে
(b) রক্তে CO2-এর ঘনত্ব বৃদ্ধির ফলে
(c) রক্তে O2-এর ঘনত্ব হ্রাসের ফলে
(d) রক্তে কার্বন মনােক্সাইডের ঘনত্ব বৃদ্ধির ফলে
উত্তর: A
প্রশ্ন:৫
যে পরিমাণ বায়ু স্বাভাবিক শ্বসনের সময় ফুসফুসে প্রবেশ করে তাকে বলে—
(a) প্রবাহী বায়ু
(b) বায়ুধারকত্ব
(c) ফুসফুসের মােট বায়ু ধারণ ক্ষমতা
(d) প্রশ্বাস ধারকত্ব
উত্তর: A
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটিতে শ্বাসবায়ুর আদানপ্রদান ঘটে না ?
(a) পাখিদের বায়ুথলি
(b) উভচরের চর্ম
(c) উভচরের ফুলকা (লার্ভা)
(d) স্তন্যপায়ীর অ্যালভিওলাই
উত্তর: A
প্রশ্ন:৭
কষ্টসাধ্য পেশিকার্যের ফলে কার্বোহাইড্রেট অণু থেকে হাইড্রোজেন অপসারণ ঘটে যা প্রাথমিকভাবে — কর্তৃক গৃহীত হয়ে — গঠিত হয়।
(a) O2, জল
(b) পাইরুভেট, ল্যাকটিক অ্যাসিড
(c) মায়ােগ্লোবিন, কার্বামিনােহিমােগ্লোবিন
(d) O2, CO2
উত্তর: B
প্রশ্ন:৮
হিমােগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে নিম্নলিখিত যৌগটি উৎপন্ন হয়—
(a) কার্বনিক অ্যাসিড
(b) হাইড্রোজেন কার্বনেট আয়ন
(c) অক্সিহিমােগ্লোবিন
(d) কার্বমিনোহিমােগ্লোবিন
উত্তর: D
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি O2 ডিমােসিয়েশন কার্ভ (লেখ)-কে বাঁ দিকে চালিত করে ?
(a) কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি
(b) হাইড্রোজেন আয়নের ঘনত্ব বৃদ্ধি
(c) pH হ্রাস
(d) উপরােক্ত সবকটি
উত্তর: D
প্রশ্ন:১০
নিশ্বাস—
(a) ঘটে যখন অ্যালভিওলার চাপ 758 mmHg হয়
(b) ঘটে যখন অ্যালভিওলার চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হয়
(c) এই সময় প্লুরা পর্দার প্রসারণ ঘটে
(d) ঘটে যখন বায়ুমণ্ডলের চাপ ফুসফুসীয় চাপের সমান হয়
উত্তর: B

Comments
Post a Comment