বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
CSF কোথায় তৈরি হয় এবং কোথায় পুনঃশােষিত হয় ?
উত্তর:
CSF চারটি ভেন্ট্রিলের কোরয়েড প্লেক্সাস দ্বারা তৈরি হয় এবং অ্যারাকনয়েড ভিলাই (villi) দ্বারা শােষিত হয়।
প্রশ্ন:২
পরিবর্তনের সময় ধূসর না সাদা বস্তু দ্রুত বৃদ্ধি পায় ?
উত্তর:
ধূসর বস্তু দ্রুত বৃদ্ধি পায়।
প্রশ্ন:৩
কেন স্নায়ু উদ্দীপনা নিউরােনের একই দিকে প্রবাহিত হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ট্রাক (tract)-এর মধ্য দিয়ে উদ্দীপনা লঘুমস্তিষ্কে পরিবাহিত হয় ?
উত্তর:
সেরিবেলার পেডাঙ্কল (cerebellar peduncle)।
প্রশ্ন:৫
ক্রেনিয়াল মেনিনজেস-এর তিনটি স্তর লেখাে।
উত্তর:
ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার।
প্রশ্ন:৬
ত্বকের মুক্ত স্নায়ুপ্রান্ত উদ্দীপিত হলে কোন্ সংবেদন অনুভূত হয় ?
উত্তর:
বেদনা, তাপ অনুভব, চুলকানি।
প্রশ্ন:৭
কেন সকল সুষুম্না স্নায়ুকে মিশ্র স্নায়ু বলে ?
উত্তর:
পশ্চাদ্ মূলে সেনসরি অ্যাক্সন এবং অগ্র মূলে মােটর অ্যাক্সন থাকে বলে।
প্রশ্ন:৮
বামহাতি মানুষের গুরুমস্তিষ্কের কোন্ অঞ্চল সংকীর্ণ ?
উত্তর:
প্যারাইটাল এবং অক্সিপিটাল।
প্রশ্ন:৯
মস্তিষ্কের কোন্ অংশে পিরামিড এবং সেরিব্রাল পেডাঙ্কল অবস্থিত ?
উত্তর:
মেডালা অবলংগাটা।
মধ্যমস্তিষ্ক।
প্রশ্ন:১০
মস্তিষ্কের কোন্ অঞ্চল তৃতীয় ভেন্ট্রিকলকে ঘিরে থাকে ?
উত্তর:
ডায়েনসেফালন (diencephalon)।

Comments
Post a Comment