নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
CSF কোথায় তৈরি হয় এবং কোথায় পুনঃশােষিত হয় ?
উত্তর:
CSF চারটি ভেন্ট্রিলের কোরয়েড প্লেক্সাস দ্বারা তৈরি হয় এবং অ্যারাকনয়েড ভিলাই (villi) দ্বারা শােষিত হয়।
প্রশ্ন:২
পরিবর্তনের সময় ধূসর না সাদা বস্তু দ্রুত বৃদ্ধি পায় ?
উত্তর:
ধূসর বস্তু দ্রুত বৃদ্ধি পায়।
প্রশ্ন:৩
কেন স্নায়ু উদ্দীপনা নিউরােনের একই দিকে প্রবাহিত হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ ট্রাক (tract)-এর মধ্য দিয়ে উদ্দীপনা লঘুমস্তিষ্কে পরিবাহিত হয় ?
উত্তর:
সেরিবেলার পেডাঙ্কল (cerebellar peduncle)।
প্রশ্ন:৫
ক্রেনিয়াল মেনিনজেস-এর তিনটি স্তর লেখাে।
উত্তর:
ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার।
প্রশ্ন:৬
ত্বকের মুক্ত স্নায়ুপ্রান্ত উদ্দীপিত হলে কোন্ সংবেদন অনুভূত হয় ?
উত্তর:
বেদনা, তাপ অনুভব, চুলকানি।
প্রশ্ন:৭
কেন সকল সুষুম্না স্নায়ুকে মিশ্র স্নায়ু বলে ?
উত্তর:
পশ্চাদ্ মূলে সেনসরি অ্যাক্সন এবং অগ্র মূলে মােটর অ্যাক্সন থাকে বলে।
প্রশ্ন:৮
বামহাতি মানুষের গুরুমস্তিষ্কের কোন্ অঞ্চল সংকীর্ণ ?
উত্তর:
প্যারাইটাল এবং অক্সিপিটাল।
প্রশ্ন:৯
মস্তিষ্কের কোন্ অংশে পিরামিড এবং সেরিব্রাল পেডাঙ্কল অবস্থিত ?
উত্তর:
মেডালা অবলংগাটা।
মধ্যমস্তিষ্ক।
প্রশ্ন:১০
মস্তিষ্কের কোন্ অঞ্চল তৃতীয় ভেন্ট্রিকলকে ঘিরে থাকে ?
উত্তর:
ডায়েনসেফালন (diencephalon)।
Comments
Post a Comment