দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্ কোশীয় উপাংশে উৎসেচক অনুপস্থিত ?
(a) রাইবােজোমে
(b) লাইসােজোমে
(c) কোশপর্দায়
(d) কোনােটিতেই নয়
উত্তর: D
প্রশ্ন:২
কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম পেপসিন ও ট্রিপসিনকে কেলাস আকারে পৃথক করেন ?
(a) সামনার
(b) কুন
(c) ফক্সন
(d) নরথ্রপ
উত্তর: D
প্রশ্ন:৩
কোন্ ধাতুটি ক্যাটালেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে ?
(a) Fe
(b) AI
(c) Mg
(d) Zn
উত্তর: A
প্রশ্ন:৪
জাইমােজেন হল—
(a) প্রাে-উৎসেচক
(b) কো-উৎসেচক
(c) আইসােউৎসেচক
(d) অ্যান্টিউৎসেচক
উত্তর: A
প্রশ্ন:৫
উৎসেচক—
(a) প্রােটিন ও লিপিড সমন্বিত
(b) প্রােটিন ও স্টার্চ সমন্বিত
(c) কেবলমাত্র প্রােটিন সমন্বিত
(d) কেবলমাত্র লিপিড সমন্বিত
উত্তর: C
প্রশ্ন:৬
কো-উৎসেচক II কোনটি ?
(a) FAD
(b) FADP
(c) NADP
(d) NAD
উত্তর: C
প্রশ্ন:৭
নীচের কোনটিতে সহউৎসেচক ধর্ম অনুপস্থিত ?
(a) থিয়ামিনে
(b) রাইবােফ্ল্যাভিনে
(c) টোকোফেরলে
(d) প্রােটিনে
উত্তর: C
প্রশ্ন:৮
উৎসেচক প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
(a) Saccharomyces sp-এ
(b) Mycobacterium sp-এ
(c) Oryzae sp-এ
(d) Avena sp-এ
উত্তর: A
প্রশ্ন:৯
উৎসেচক হল—
(a) সজীব
(b) নির্জীব
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্ উৎসেচকের ক্রিয়া সর্বাপেক্ষা দ্রুত ?
(a) টায়ালিন
(b) কার্বনিক অ্যানহাইড্রেজ
(c) পেপসিন
(d) লাইপেজ
উত্তর: B

Comments
Post a Comment