নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্ কোশীয় উপাংশে উৎসেচক অনুপস্থিত ?
(a) রাইবােজোমে
(b) লাইসােজোমে
(c) কোশপর্দায়
(d) কোনােটিতেই নয়
উত্তর: D
প্রশ্ন:২
কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম পেপসিন ও ট্রিপসিনকে কেলাস আকারে পৃথক করেন ?
(a) সামনার
(b) কুন
(c) ফক্সন
(d) নরথ্রপ
উত্তর: D
প্রশ্ন:৩
কোন্ ধাতুটি ক্যাটালেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে ?
(a) Fe
(b) AI
(c) Mg
(d) Zn
উত্তর: A
প্রশ্ন:৪
জাইমােজেন হল—
(a) প্রাে-উৎসেচক
(b) কো-উৎসেচক
(c) আইসােউৎসেচক
(d) অ্যান্টিউৎসেচক
উত্তর: A
প্রশ্ন:৫
উৎসেচক—
(a) প্রােটিন ও লিপিড সমন্বিত
(b) প্রােটিন ও স্টার্চ সমন্বিত
(c) কেবলমাত্র প্রােটিন সমন্বিত
(d) কেবলমাত্র লিপিড সমন্বিত
উত্তর: C
প্রশ্ন:৬
কো-উৎসেচক II কোনটি ?
(a) FAD
(b) FADP
(c) NADP
(d) NAD
উত্তর: C
প্রশ্ন:৭
নীচের কোনটিতে সহউৎসেচক ধর্ম অনুপস্থিত ?
(a) থিয়ামিনে
(b) রাইবােফ্ল্যাভিনে
(c) টোকোফেরলে
(d) প্রােটিনে
উত্তর: C
প্রশ্ন:৮
উৎসেচক প্রথম কোথায় আবিষ্কৃত হয় ?
(a) Saccharomyces sp-এ
(b) Mycobacterium sp-এ
(c) Oryzae sp-এ
(d) Avena sp-এ
উত্তর: A
প্রশ্ন:৯
উৎসেচক হল—
(a) সজীব
(b) নির্জীব
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
কোন্ উৎসেচকের ক্রিয়া সর্বাপেক্ষা দ্রুত ?
(a) টায়ালিন
(b) কার্বনিক অ্যানহাইড্রেজ
(c) পেপসিন
(d) লাইপেজ
উত্তর: B
Comments
Post a Comment