ভারতবর্ষের ভূপ্রকৃতিগত তারতম্য ও বিভাগসমূহ ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এর ভূপ্রকৃতিতে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, উপকূল এবং দ্বীপপুঞ্জ—সবকিছুরই সহাবস্থান দেখা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভারতবর্ষকে প্রধানত পাঁচটি বা ছয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকেই এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ।
বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ
প্রশ্ন ১
‘গ্রীণকার্ড’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) তাস
(খ) টেবিল টেনিস
(গ) ফুটবল
(ঘ) ক্রিকেট
উত্তরঃ ফুটবল
প্রশ্ন ২
‘নাগে-ওয়াজা’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) জুডো
(খ) তাস
(গ) ফুটবল
(ঘ) ব্যাটমিন্টন
প্রশ্ন ৩
‘ক্যানন’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) রাগবি
(খ) জিমন্যাস্টিক
(গ) ফুটবল
(ঘ) ক্রিকেট
উত্তরঃ জিমন্যাস্টিক
প্রশ্ন ৪
‘স্কুপ’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) হকি
(খ) জুডো
(গ) তাস
(ঘ) সাঁতার
উত্তরঃ হকি
প্রশ্ন ৫
‘প্যাডেল’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) রাগবি
(খ) ব্যাটমিন্টন
(গ) ফুটবল
(ঘ) রোইং
উত্তরঃ রোইং
প্রশ্ন ৬
‘কাট’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) জিমন্যাস্টিক
(খ) সাঁতার
(গ) ফুটবল
(ঘ) তাস
উত্তরঃ তাস
প্রশ্ন ৭
‘পিভট’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) বেসবল
(খ) বাস্কেটবল
(গ) জুডো
(ঘ) ক্রিকেট
উত্তরঃ বাস্কেটবল
প্রশ্ন ৮
‘কর্ণার’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) রাগবি
(খ) জিমন্যাস্টিক
(গ) ফুটবল
(ঘ) ক্রিকেট
উত্তরঃ ফুটবল
প্রশ্ন ৯
‘ডোজো’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) জুডো
(খ) জিমন্যাস্টিক
(গ) টেনিস
(ঘ) রাগবি
উত্তরঃ জুডো
প্রশ্ন ১০
‘লিটল স্লাম’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
(ক) রাগবি
(খ) জিমন্যাস্টিক
(গ) তাস
(ঘ) ক্রিকেট
উত্তরঃ তাস

Comments
Post a Comment